X
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫
২০ আষাঢ় ১৪৩২

শিশুদের বাঁচাতে গিয়ে মারা গেলেন শামিম

তৈয়ব আলী সরকার, নীলফামারী
০৮ ডিসেম্বর ২০২১, ১৭:০৪আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৮:০০

শিশুদের বাঁচাতে গিয়ে নিজেই মারা গেলেন রেলগেটের নাইটগার্ড শামিম হোসেন। রূপসা এক্সপ্রেস ট্রেনটি শিশুদের কাছাকাছি চলে আসলে শামিম ঝাঁপিয়ে পড়েন তাদের বাঁচাতে। বুধবার (৮ ডিসেম্বর) সকাল ৮টার দিকে নীলফামারী সদরে সংঘটিত এ দুর্ঘটনায় তিন শিশুসহ চার জনের মৃত্যু হয়।

সদর থানার ওসি আব্দুর রউফ জানান, ওই এলাকার অরক্ষিত রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন– উপজেলার কুন্দুপুকুর ইউনিয়নের মনসা পাড়ার বউ বাজার এলাকার রেজয়ান আলীর তিন সন্তান শিমু আকতার (১০), লিমা আকতার (৮) ও মমিনুর রহমান (৩) এবং একই এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে শামিম হোসেন (৩৫)।  ঘটনাস্থলে শিমু ও লিমা এবং হাসপাতালে শামিম ও মমিনুর মারা যায়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বউবাজার এলাকায় অবস্থিত অরক্ষিত রেলগেটের ধারে খেলছিল শিশুরা। পাশেই চলছিল লাইনে ব্রিজ নির্মাণের কাজ। ব্রিজের কাজের ইট পরিবহনের ট্রলির শব্দে ট্রেন আসার বিষয়টি বুঝতে পারেনি শিশু ও ট্রলির শ্রমিকরা। ওই জায়গার পাশেই থাকা রেলগেটের নাইটগার্ড শামিম ট্রেনের শব্দ শুনে শিশুদের বাঁচাতে গিয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওই রেললাইনে গেটম্যান নেই  এলাকাবাসীর পক্ষে আতিকুল ইসলাম (৪৫) অভিযোগ করে বলেন, ‘ঘন কুয়াশায় ট্রেনটি হুইসেল না বাজিয়ে দ্রুত চলে যায়। ওই গেটে গেটম্যান না থাকায় তিন শিশুসহ চার জনের প্রাণ চলে গেলো।’  তিনি নিহতদের পরিবারের ক্ষতিপূরণের দাবি করেন।

তিন সন্তান হারানো মজিদা বেগম (২৮) বুক চাপড়ে আর্তনাদ করে বলেন, ‘এখন মুই কী নিয়া বাছিম। মোর আর কোনয় থাকিলো না। তোমরা ইলা থাকতে ট্রেনখান চলি গেল কেমন করি।’

এদিকে, সকাল ১০টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রূপসা এক্সপ্রেস ট্রেনটি প্রায় একঘণ্টা আটকে রাখেন বিক্ষুব্ধ এলাকাবাসী। পরে পুলিশ সুপারের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সদর থানার ওসি বলেন, সুরতহালসহ ময়নাতদন্ত করে লাশ দাফনের জন্য নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এ ঘটনায়, পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে বিষয়টি দেখার জন্য রেলওয়ে কর্তৃপক্ষকে আহ্বান জানান তিনি।

 

/এমএএ/
সম্পর্কিত
সরকারি জমিতে অস্থায়ী মণ্ডপ সরানো প্রসঙ্গে রেল কর্তৃপক্ষের বক্তব্য
খিলক্ষেতে অবৈধ স্থাপনা উচ্ছেদ করে রেলের জমি উদ্ধার
সৈয়দপুরে রেললাইনের স্লিপার কেটে বিক্রি: অফিস ইনচার্জ আটক
সর্বশেষ খবর
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
যুবদল নেতার ওপর হামলা: চিলমারী বিএন‌পির দুই নেতা‌কে অব‌্যাহ‌তি
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
সমস্যা মানেই অসুখ নয়: মেডিক্যালাইজেশন কি বাংলাদেশের নতুন ব্যাধি?
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
দুই ভাইয়ের বিরোধে মুরাদনগরের সেই ঘটনার ভিডিও ছড়ানো হয়: র‌্যাব
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবের নিশ্চয়তা চায় হামাস
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
সরকারি চাকরি অধ্যাদেশের দ্বিতীয় সংশোধন উপদেষ্টা পরিষদে অনুমোদন
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
এনবিআর নিয়ে ‘কঠোর’ সরকার, আতঙ্কে শীর্ষ কর্মকর্তারা
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
সচিবালয়ে দখলের দ্বন্দ্ব : আন্দোলনের নেতৃত্বে বিভক্তি
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
খেলাপিতে ধসে পড়ছে আর্থিক প্রতিষ্ঠান: বিপদে আমানতকারীরা
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল
প্রশ্নপত্রে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ির গল্প, পরীক্ষা বাতিল