X
শনিবার, ১৮ মে ২০২৪
৪ জ্যৈষ্ঠ ১৪৩১

অভিবাসীদের জন্য তাদের বিশেষ কনসার্ট

বিনোদন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ১৮:৫৭আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২৩:৩০

অভিবাসীদের জন্য তারকাপূর্ণ অন্তর্জাল কনসার্টের আয়োজন করছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম। নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতনতা বাড়াতে ভিন্নমাত্রার এই আয়োজনে অংশ নিচ্ছেন দেশের ৮ জন সংগীত তারকা ও একটি ব্যান্ড।

শনিবার (১৮ ডিসেম্বর) রাত ১১টায় অনুষ্ঠিতব্য ‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ শিরোনামের এ আয়োজনে সরাসরি যুক্ত হয়ে গাইবেন কুমার বিশ্বজিৎ, ফজলুর রহমান বাবু, লুইপা, আসিফ, কুদ্দুস বয়াতি, নন্দিতা, প্রীতম আহমেদ, মাশা ইসলাম ও ব্যান্ড দল শিরোনামহীন।

এতে গান গাওয়ার পাশাপাশি শিল্পীরা কথা বলবেন নিরাপদ অভিবাসন নিয়েও। 

আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০২১ উপলক্ষে আয়োজিত এই কনসার্টের মূল লক্ষ্য অভিবাসী এবং তাদের পরিবার পরিজনের সঙ্গে সংযোগ স্থাপন করা। তথ্য ও বিনোদনের মাধ্যমে নিরাপদ অভিবাসনের তথ্য প্রচার করা। 

আইওএম’র বাংলাদেশের অফিসার ইনচার্জ ফাতিমা নুসরাথ গাজ্জালি বলেন, ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে আয়োজিত এই কনসার্টের মাধ্যমে আমরা বাংলাদেশি অভিবাসীদের অবদানকে সম্মান জানাতে চাই। বিনোদন দেওয়ার পাশাপাশি কনসার্টটি শ্রোতাদের নিরাপদ, সুশৃঙ্খল এবং নিয়মিত অভিবাসন সম্পর্কে অবহিত করবে। আমি সবাইকে কনসার্টটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি।’

এরমধ্যে একটি ভিডিও বার্তায় সংগীতশিল্পী কুমার বিশ্বজিৎ সাধারণ মানুষদের আহ্বান জানিয়েছেন কারও ফাঁদে পা ফেলে বিদেশে পাড়ি না জমানোর। বলেছেন, ‘মানবপাচারের শিকার হবেন না। বুঝে-শুনে, নিরাপদ উপায়ে বিদেশে যাওয়াই সবচেয়ে ভালো উপায়।’

‘কনসার্ট ফর মাইগ্রেন্টস’ সম্প্রচার হবে ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় রাত ১১টায় আইওএম বাংলাদেশ-এর ফেসবুক পেজ এবং যমুনা টেলিভিশন পর্দায়।

/এমএম/এমওএফ/
সম্পর্কিত
বিনোদন বিভাগের সর্বশেষ
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
আমরা একে-অপরের খুব কাছের: জাহ্নবী
বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
কান উৎসব ২০২৪বাংলাদেশ ও রুনা লায়লাকে নিয়ে যা বললেন নাসিরুদ্দিন শাহ
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
জয়িতা আঁকলেন সুরে সুরে রবির ছবি
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
কানাডাজুড়ে দাপিয়ে বেড়াচ্ছে ‘আর্টসেল’
ফের ভাঙছে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক!
ফের ভাঙছে জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেকের সম্পর্ক!