X
সোমবার, ০৭ জুলাই ২০২৫
২৩ আষাঢ় ১৪৩২

তনু হত্যা: ধর্মঘট সমর্থনে শাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শাবি প্রতিনিধি
০৩ এপ্রিল ২০১৬, ২০:৩৫আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ২০:৪৫

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবিতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ধর্মঘট পালন করেছেন সাধারণ শিক্ষার্থীরা। রবিবার দুপুরে ধর্মঘটের সমর্থনে বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্র জোটের ব্যানারে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী এক বিক্ষোভ মিছিল বের করেন।

শাবিতে তনু হত্যার প্রতিবাদে প্রগতিশীল ছাত্র জোটের বিক্ষোভ

বিক্ষোভ মিছিলের পাশাপাশি কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশও করেন শিক্ষার্থীরা। সমাবেশ থেকে তনু হত্যার বিচার দাবিতে নতুন কর্মসূচি হিসেবে ‘পহেলা বৈশাখে কালো ব্যাজ ধারণ, মিছিল ও সমাবেশ’ করার ঘোষণা দেওয়া হয়।

সমাবেশে বক্তারা বলেন, আমরা এমনই এক রাষ্ট্রে বসবাস করছি যেখানে নারীদের মানুষ হিসাবে ভাবার কোনও পরিবেশ নেই। এ রাষ্ট্রযন্ত্র ধর্ষণকারীদের প্রশ্রয় দিয়ে বুঝিয়ে দিতে চায় তারা ধর্ষণের পক্ষে। এ ধরনের বিশৃঙ্খলার জন্য দায়ভার রাষ্ট্রকেই নিতে হবে। স্বাধীনতার ৪৫ বছরে পরও আমরা মা-বোনকে নিরাপত্তা দিতে পারছি না, এর থেকে ব্যর্থ রাষ্ট্রের কোনও উদাহরণ হতে পারে না।

বিশ্ববিদ্যালয় শাখার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক অপু কুমার দাসের সভাপতিত্বে এবং ছাত্র ইউনিয়নের সভাপতি স্বপন দেবনাথের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন- ছাত্র ফ্রন্ট সিলেট নগর শাখার সাধারণ সম্পাদক রুবাইয়েৎ আহমেদ, শাবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার আব্বাস আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সমন্বয়ক মাহীদুল ইসলাম রাতুলসহ প্রমুখ।

প্রসঙ্গত, গত ২০ মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের ভেতরেই টিউশন শেষে বাসায় ফেরার পথে ধর্ষণের পর সোহাগী জাহান তনুকে হত্যা করা।

/এমও/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (৭ জুলাই, ২০২৫)
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
মধ্যরাতে সংবর্ধনায় বিশ্বকাপ স্বপ্নের কথা বললেন ঋতুপর্ণা ও আফঈদারা 
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদ জয় করবো: নাহিদ ইসলাম
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
একটি দলের কারণে ঐকমত্য কমিশনে মৌলিক সংস্কারের প্রস্তাবনা আটকে যাচ্ছে: আখতার
সর্বাধিক পঠিত
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
আসছে নতুন কারিকুলাম: ফ্রেমওয়ার্ক ডিসেম্বরে, ‘বড় পরিসরে’ থাকবে জুলাই
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
সাংবিধানিক প্রতিষ্ঠানের মর্যাদা পাচ্ছে কেন্দ্রীয় ব্যাংক 
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
ফার্মেসিতে ওষুধের আড়ালে ‘ট্যাপেন্টাডল’ বিক্রির অভিযোগ, আটক ৫
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
লোহিত সাগরে জাহাজে হামলায় আগুন, ডুবে যাওয়ার শঙ্কা
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে
সেই ব্যাংক কর্মকর্তার খোঁজ মিলেছে