অর্ধবার্ষিকীতে পূবালী ব্যাংকের ইপিএস কমেছে

পূবালী ব্যাংকপুঁজিবাজারের তালিকাভুক্ত পূবালী ব্যাংকের কোম্পানি লিমিটেডের চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে (এপ্রিল থেকে জুন-২০১৬) গত অর্থবছরের একই সময়ের তুলনায় শেয়ার প্রতি আয় (ইপিএস) কমেছে। এ সময়ে কোম্পানিটির ইপিএস কমেছে ৭৪ পয়সা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, চলতি অর্থবছরের অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ২২ পয়সা। সুতরাং এক বছরের ব্যবধানে কোম্পানিটির ইপিএস কমেছে ৭৪ পয়সা।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে (জানুয়ারি থেকে জুন-২০১৬) কোম্পানির ইপিএস দাঁড়িয়েছে ৮৫ পয়সা। গত অর্থবছরের একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৪২ পয়সা।

অর্ধবার্ষিকীতে কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) ছিল ২৭ টাকা ১২ পয়সা এবং গত অর্থবছরের একই সময়ে এনএভি ছিল ২৫ টাকা ৫৭ পয়সা।

/এসএনএইচ/
আরও পড়ুন: 

জঙ্গিদের বাসা ভাড়া নেওয়ার মূল হোতা করিম কোথায়? 

গুলশান হামলার ১মাস: মূল হোতারা কোথায়? 

গুলশান হামলা: একমাস ধরে জঙ্গিদের লাশ মর্গে