রাজস্ব বাড়াতে এনবিআর চেয়ারম্যানের ১০ নির্দেশনা

এনবিআর


বাজেট বাস্তবায়নে জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের ১০টি বিশেষ নির্দেশনা দিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান। তিনি সব রকমের দুর্নীতি ও হয়রানির ঊর্ধ্বে উঠে সৃজনশীলতার মাধ্যমে কাজ করতে কর্মকর্তাদের নির্দেশ দেন। মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড সম্মেলন কক্ষে ২০১৬-১৭ অর্থবছরের ১৯তম বাজেট বাস্তবায়ন ফোরামে সভাপতির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।
নির্দেশনাগুলো হলো:
১.  নতুন প্রজন্ম, করদাতা, অংশীদার ও জনগণকে এনবিআরের অর্জন সম্পর্কে জানানো ও আসন্ন উন্নয়ন মেলায় কার্যকর অংশগ্রহণ
২. নতুন ও শক্তিশালী এনবিআর গঠনে কর্মকর্তাদের সৃজনশীলতার মাধ্যমে কাজ করা
৩. সরকারের সব প্রতিষ্ঠানের সঙ্গে সমান কাতারে কাজ করতে হবে। তবে সব প্রতিষ্ঠানের প্রথমে যেন এনবিআর থাকে
৪. স্টেকহোল্ডার ও অংশীদারদের স্পষ্ট বার্তা দেওয়া
৫. আইআরডিকে ডিজিটাল করা
৬. বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী সব কর্মকর্তাদের সাপ্তাহিক রিপোর্ট পেশ করা;
৭. এসডিজি বাস্তবায়ন সম্পর্কে পাক্ষিক রিপোর্ট পেশ করা
৮. ভ্যাট অনলাইনের আওতায় বিভিন্ন অংশীদারদের নিয়ে ডায়ালগ করা
৯. কাস্টমস ও আয়কর কমিশনারদের যৌথ জরিপ করা;
১০. এনবিআরের সব কাজ তথ্য প্রযুক্তির মাধ্যমে ডিজিটালাইজড করা ও সদস্যদের মাধ্যমে জোরালো মনিটরিং এর ব্যবস্থা করা।

এছাড়াও বাজেট বাস্তবায়ন ফোরামে আগামী ৫০ বছরে এনবিআর কোথায় পৌঁছাবে তা যাচাইসহ করদাতাবান্ধব, ডিজিটাল ও আধুনিক এনবিআর গঠনের জন্য গবেষণা ও পরিসংখ্যান অনুবিভাগকে ঢেলে সাজানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সক্ষম ও শক্তিশালী এনবিআর গঠনে আইন, নিরাপত্তা, মিডিয়া ও জনসংযোগ অনুবিভাগ গঠনেরও সিদ্ধান্ত গৃহীত হয় ওই ফোরামে।

জানা গেছে, গত অর্থবছরের চেয়ে এবার প্রায় ৪০ শতাংশ বেশি আয়কর রিটার্ন জমা হয়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে প্রায় ৬ লাখ নতুন করদাতা নিবন্ধন করেছেন। এনবিআর জানায়, ১৮ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধিত করদাতার সংখ্যা ২৫ লাখ ৫৯ হাজার ৮১ জন।
/জিএম/টিএন/