সহজ হচ্ছে স্বর্ণ আমদানি নীতিমালা

18834386_10203287865715225_1822058648_n

স্বর্ণ আমদানির নীতি সহজ করা হচ্ছে বলে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট বক্তৃতায় জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি বলেন, ‘জুয়েলারি শিল্পকে ব্যবসা বান্ধব করতে স্বর্ণ আমদানির জন্য সময়োচিত ও বাস্তব সম্মত একটি নীতিমালা প্রণয়নের জন্য এই সেক্টরের ব্যবসায়ী সমিতি বিভিন্ন প্রস্তাব দিয়েছে।’

অর্থমন্ত্রী বলেন, ‘বিভিন্ন প্রস্তাব পর্যালোচনা করে আমরা স্থির করেছি, সংশ্লিষ্ট সব দফতরের সঙ্গে আলোচনা করে স্বর্ণ আমদানি এবং জুয়েলারি শিল্পের জন্য একটি যুগোপযোগী নীতিমালা প্রণয়ন করা হবে। যাতে এদেশে জুয়েলারি শিল্প বিকাশ লাভ করতে পারে। এই নীতিমালা প্রণয়ন এ বছরেই সমাপ্ত করবো বলে আশা করছি।’

শুল্ক গোয়েন্দা অধিদফতরের কর্মকর্তারাও বলেন, স্বর্ণ আমদানি নীতিমালা সহজীকরণে তারা সার্বিক সহায়তা করবেন।

বাজেট বক্তৃতায় তিনি আরও বলেছেন, ‘আবহমান বাংলার ইতিহাসে জুয়েলারি শিল্প প্রাচীন ও ঐতিহ্যবাহী। বাংলাদেশে জুয়েলারি শিল্পের উজ্জল ভবিষ্যৎ থাকলেও প্রয়োজনীয় নীতির অভাবে এ পর্যন্ত এই শিল্পের তেমন কোনও বিকাশ হয়নি।’

২৫ মে বাংলাদেশ জুয়েলার্স সমিতি জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশে একটি যুগোপযোগী ও ব্যবসা বান্ধব স্বর্ণ আমদানি নীতিমালা করার দাবি জানিয়েছিল।

/জেইউ/এসটি/

আরও পড়ুন

প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে আড়াই হাজার কোটি টাকা

উড়োজাহাজ ভ্রমণে বাড়ছে ভ্যাট

 

দেশে জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে: অর্থমন্ত্রী

ভ্যাট ১৫ শতাংশই, বাড়ছে অব্যাহতির আওতা

 

বাজেটে মূল্যস্ফীতি ৫ দশমিক ৫ শতাংশ