চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক বজায় রাখার পরামর্শ

সংসদে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি- ফোকাস বাংলা)চাল আমদানিতে ১০ শতাংশ শুল্ক বজায় রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে প্রধানমন্ত্রী এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘এতদিন বিদেশ থেকে চাল আনতে ২৫ শতাংশ আমদানি শুল্কের সঙ্গে ৩ শতাংশ রেগুলেটরি ডিউটি দিতে হতো। সরকার আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ ও রেগুলেটরি ডিউটি পুরোপুরি তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এর আগে চাল আমদানির ক্ষেত্রে শুল্কের পরিমাণ ১০ শতাংশ করার সিদ্ধন্তের কথা বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানিয়েছিলেন।

আরও পড়ুন-

দুই বছরের জন্য ভ্যাট আইন স্থগিতের পরামর্শ প্রধানমন্ত্রীর

ফসল নষ্ট ও ব্যবসায়ীদের কারসাজিতেই চালের দাম বেড়েছে: প্রধানমন্ত্রী

/জিএম/টিআর/