ডিএসইতে প্রধান সূচক ৩১, সিএসইতে বেড়েছে ৪৪ পয়েন্ট





ডিএসই ও সিএসইসপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক গত কার্যদিবসের চেয়ে বেড়ে শেষ হয়েছে এ দিনের কার্যক্রম। এদিন ডিএসইর প্রধান সূচক ৩১ দশমিক ৭২ পয়েন্ট বেড়েছে এবং সিএসইর প্রধান সূচক ৪৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়েছে।


এদিন উভয় পুঁজিবাজারে মোট লেনদেন হয়েছে ৪৩৪ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৮৬ কোটি ৪৮ লাখ টাকা।
ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
সোমবার ডিএসইর লেনদেন চিত্রডিএসই
এদিন ডিএসইতে টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ৪১৩ কোটি ১৬ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ৩৫৯ কোটি ২৮ লাখ টাকা। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে ডিএসইতে লেনদেন বেড়েছে ৫৩ কোটি ৮৮ লাখ টাকা।
এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৩১ দশমিক ৭২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৭৬ পয়েন্টে, ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে এক হাজার ৪২৫ পয়েন্টে এবং ১২ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ডিএসই-৩০ সূচক দাঁড়িয়েছে দুই হাজার ২৯৩ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে লেনদেন হওয়া ৩৩৪টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৭০টির, কমেছে ১১৪টির এবং কোনও পরিবর্তন হয়নি ৫০টি কোম্পানির শেয়ার দর।
এছাড়া টাকার অঙ্কে এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণ ফোন, নাহি অ্যালুমিনিয়াম, প্যারামউন্ট টেক্সটাইল, আলিফ ইন্ডাস্ট্রিজ, বিডি ফাইন্যান্স, মুন্নু সিরামিকস, ব্র্যাক ব্যাংক এবং ইফাদ অটোমোবাইল।
সোমবার সিএসইর লেনদেন চিত্রসিএসই
অন্যদিকে এদিন সিএসইতে মোট শেয়ার লেনদেনের পরিমাণ ২১ কোটি ৪৯ লাখ টাকা। গত রবিবার লেনদেন হয়েছিল ২৭ কোটি ৪ লাখ টাকার শেয়ার। সুতরাং এক কার্যদিবসের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে ৫ কোটি ৭১ লাখ টাকা।
এদিন সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৪৪ দশমিক ৮৮ পয়েন্ট বেড়ে ১১ হাজার ৫০১ পয়েন্টে, সিএএসপিআই সূচক ৭৬ দশমিক ২৭ পয়েন্ট বেড়ে ১৯ হাজার ৪৩ পয়েন্টে, সিএসই-৫০ সূচক ৬ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে এক হাজার ৪৪৬ পয়েন্টে এবং সিএসই-৩০ সূচক ৯০ দশমিক ৯৯ পয়েন্ট বেড়ে ১৭ হাজার ২৬৯ পয়েন্টে অবস্থান করছে।
এদিন সিএসইতে লেনদেন হওয়া ২২৩টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০৯টির, কমেছে ৮৫টির এবং কোনও পরিবর্তন হয়নি২৯টি কোম্পানির শেয়ার দর।
টাকার অঙ্কে এদিন সিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- স্কয়ার ফার্মা, ন্যাশনাল ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, গ্রামীণ ফোন, সাইফ পাওয়ার, বিডি ফাইন্যান্স, আইডিএলসি, নাহি অ্যালুমিনিয়াম, কেয়া কসমেটিকস এবং বেক্সিমকো লিমিটেড।
আরও পড়ুন:
নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণের প্রবৃদ্ধি ১৬.৮ শতাংশ