মঙ্গলবার (৩১ জুলাই) ২০১৮-১৯ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণাকালে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘ভল্টে কাস্টমসের কর্মকর্তাদের রাখা স্বর্ণের কোনও হেরফের হয়নি। বাংলাদেশ ব্যাংকের ভল্ট খুবই সুরক্ষিত। ছয় স্তর বিশিষ্ট নিরাপত্তার মধ্যে ৪২টি সিসিটিভি রয়েছে।’
প্রসঙ্গত, বাংলাদেশ ব্যাংকের ভল্টের স্বর্ণ নিয়ে এই প্রথম বাংলাদেশের ব্যাংকের গভর্নর কথা বললেন।