ইন্দোনেশিয়ার সঙ্গে পিটিএ সই হবে: বাণিজ্যমন্ত্রী

ইন্দোনেশিয়া-বাংলাদেশবাংলাদেশ ও ইন্দোনেশিয়া পরস্পরের সঙ্গে বাণিজ্য বাড়াতে আগ্রহী। উভয় দেশের মধ্যে বাণিজ্য সহযোগিতা বাড়াতে প্রেফারেন্সিয়াল ট্রেড এগিমেন্ট (পিটিএ) সইয়ের কার্যক্রম চলছে। ভিসা ইস্যুর ক্ষেত্রে বিদ্যমান জটিলতা নিরসনেও উদ্যোগ নেওয়া হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বুধবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত  রিনা সোয়েমারনোর সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা জানান।

টিপু মুনশি বলেন, ‘ইন্দোনেশিয়ার বাজারে বাংলাদেশের চামড়াজাত পণ্য, ওষুধ এবং তৈরি পোশাকসহ অনেক পণ্য রফতানির বিপুল সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজ লাগাতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে। বাংলাদেশ রফতানি বৃদ্ধির জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে।’ 
ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত  রিনা সোয়েমারনোর বলেন, ‘বাংলাদেশ ইন্দোনেশিয়ার ভালো বন্ধু রাষ্ট্র। উভয় দেশের বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক দীর্ঘদিনের। ইন্দোনেশিয়া বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন খাতে বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ইন্দোনেশিয়ার পর্যটকরা বাংলাদেশ আসতে চান। এ জন্য ভিসা জটিলতা নিরসন করা প্রয়োজন। ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী। এ জন্য উভয় দেশ আরও ঘনিষ্ঠভাবে কাজ করবে।’
এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বদরুল আহসান বাবুল উপস্থিত ছিলেন।