‘রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে’

রোহিঙ্গা নিবন্ধন (ছবি: প্রতিনিধি)সারাবিশ্বের জন্য রোহিঙ্গা ইস্যু একটি বড় সমস্যা বলে মন্তব্য করেছেন  স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, ‘এই সমস্যা সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর পদক্ষেপ নিতে হবে।’ বুধবার (১৮ সেপ্টেম্বর) স্পিকারের সঙ্গে কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের চেয়ারম্যান অ্যানি মেইনের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধি দলের  সাক্ষাৎকালে তিনি এই আহ্বান জানান।

স্পিকার বলেন, ‘রোহিঙ্গাদের শান্তিপূর্ণ প্রত্যাবাসন টেকসই করতে মিয়ানমারকে উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে।’

এসময় অ্যানি মেইন বলেন, ‘রোহিঙ্গা সমস্যার শুরু থেকে ব্রিটেন বাংলাদেশের পাশে রয়েছে।’  

এরপর স্পিকারের সঙ্গে ইন্টারন্যাশনাল জাস্টিস মিশনের দক্ষিণ এশীয় আঞ্চলিক সভাপতি সাজু ম্যাথিওয়ের নেতৃত্বে অন্য একটি প্রতিনিধি দলও সৌজন্য সাক্ষাৎ করে।

এ সময়  তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মানবপাচার প্রতিরোধে সচেতনতা বাড়ানোসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।