বাংলাদেশ ব্যাংক বলছে, টেলিভিশন চ্যানেলে ও বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনে নোটের টুকরাগুলো বাংলাদেশ ব্যাংকের বাতিল করা নোটের ক্ষুদ্র টুকরো। এই টুকরোগুলোর কোনো ব্যবহারিক কিংবা বিনিময় মূল্য নেই। তাই বিষয়টি নিয়ে জনগণকে বিভ্রান্ত না হওয়ারও অনুরোধ জানায় বাংলাদেশ ব্যাংক।
প্রেসনোটে আরও বলা হয়েছে, পরিবেশ দূষণ রোধকল্পে বাংলাদেশ ব্যাংক বাতিল নোট পুড়িয়ে ধ্বংসকরণের কাজ সীমিত করে তা বিনষ্টকরণে ক্ষুদ্র টুকরোয় পরিণত করার পদ্ধতি অনুসরণ করছে। বাতিল নোটের ক্ষুদ্র টুকরো আবর্জনা হিসেবে স্থানীয় সিটি করপোরেশন/পৌরসভার মাধ্যমে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। যা গত ৩০ মে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে। ওই সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ ব্যাংক থেকে বাতিল করা নোটের ক্ষুদ্র টুকরাগুলো সিটি করপোরেশন/পৌরসভার ময়লা ফেলার জন্য নির্ধারিত স্থানে তাদের (সিটি করপোরেশন/পৌরসভার) নিজস্ব ব্যবস্থাপনায় ফেলার কথা। কিন্তু গত ২৪ সেপ্টেম্বর বগুড়া পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা বাংলাদেশ ব্যাংক বগুড়া অফিসের বাতিল করা নোটের ক্ষুদ্র টুকরা পৌরসভার আবর্জনা ফেলার নির্ধারিত স্থানে না ফেলে অন্য জায়গায় ফেলেছেন।