মঙ্গলবার (৭ এপ্রিল) সংগঠনগুলোর পক্ষ থেকে এক বিবৃতিতে এই আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, তামাক করোনা সংক্রমণকে দ্রুত করে এবং এটি নিত্যপ্রয়োজনীয় দ্রব্য নয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসে আক্রান্তদের ধূমপানের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি বেড়ে যায়। এই সতর্কতা আমলে নিয়ে দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে সিগারেট বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। অথচ এই ভয়াবহ পরস্থিতিতে বাংলাদেশে দুটি বহুজাতিক তামাক কোম্পানিকে সিগারেট উৎপাদন, বিপণন ও তামাক পাতা ক্রয় অব্যাহত রাখার সুযোগ দেওয়া হয়েছে।
এ অবস্থায় সংগঠনগুলো অবিলম্বে সিগারেট বন্ধের বিষয়ে সরকারের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানায়।