X
মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২৫, ০৩:২১আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৩:২১

দেশের ৪০ শতাংশ কৃষক এখনও জাতীয় কৃষি মজুরি হার (দৈনিক ৬০০ টাকা) থেকে কম মজুরি পান। বাকিদের মধ্যে ৬০ শতাংশ কৃষক এই হারের সমান বা এর চেয়েও বেশি মজুরি পান। সিলেট ও খুলনা বিভাগের কৃষকেরা মজুরির দিক থেকে সবচেয়ে পিছিয়ে, বিপরীতে ময়মনসিংহ ও চট্টগ্রামের কৃষকেরা তুলনামূলকভাবে বেশি মজুরি পান।

সোমবার (৩০ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘উৎপাদনশীল ও টেকসই কৃষি জরিপ ২০২৫’-এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব আলেয়া আক্তার। সভাপতিত্ব করেন বিবিএস মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী ও পরিসংখ্যান বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী।

টেকসই ব্যবস্থাপনাবিহীন ৫৭% কৃষিজমি

প্রথমবারের মতো পরিচালিত এই জরিপে ১১টি মানদণ্ডের ভিত্তিতে দেশের কৃষি খাতের টেকসই অবস্থান নিরূপণ করা হয়। জরিপে দেখা যায়, দেশের ৫৭ শতাংশ কৃষিজমি এখনও টেকসই ব্যবস্থাপনার বাইরে রয়েছে। অর্থাৎ এসব জমিতে সেচ, সার ও কীটনাশক ব্যবস্থাপনা, ফসল বৈচিত্র্য, ঝুঁকি ব্যবস্থাপনা ইত্যাদির পর্যাপ্ততা নেই।

গ্রামে পিছিয়ে কৃষক

জরিপ অনুযায়ী, শহরের তুলনায় গ্রামীণ কৃষকেরা কম মজুরি পান। শহরাঞ্চলে যেখানে ৭৬ শতাংশ কৃষক যথাযথ মজুরি পান, গ্রামে এই হার ৫৯ শতাংশ। বিভাগের মধ্যে সিলেটে ৬৩ শতাংশ এবং খুলনায় প্রায় ৬০ শতাংশ কৃষক ন্যায্য মজুরি থেকে বঞ্চিত। অপরদিকে, ময়মনসিংহে ৭৫ শতাংশ এবং চট্টগ্রামে ৭৩ শতাংশ কৃষক ন্যায্য মজুরি পান।

অলাভজনক কৃষিকাজও উদ্বেগজনক

জরিপে আরও দেখা যায়, দেশের ৭৯ শতাংশ জমি গত তিন বছরের মধ্যে অন্তত এক বছর লাভজনকভাবে ব্যবহৃত হয়েছে। তবে ২১ শতাংশ জমি কোনও বছরেই লাভের মুখ দেখেনি। শহরাঞ্চলে এই অলাভজনক জমির হার ২৫ শতাংশ।

ঝুঁকিতে লাখো জমি

দেশের ৩১ শতাংশ কৃষিজমি এখনও কৃষিঋণ, বিমা বা একাধিক ফসলের আওতায় নেই। শহরাঞ্চলে এমন ঝুঁকিপূর্ণ জমির পরিমাণ ৪৪ শতাংশ, যা দুর্যোগকালীন সময়ে ক্ষতির ঝুঁকি বাড়ায়।

সার ও কীটনাশক ব্যবহারে টেকসইতার অভাব

জরিপের তথ্য অনুযায়ী, দেশের ৪৩ শতাংশ জমিতে সার ব্যবহারের নির্ধারিত আটটি পদ্ধতির কোনোটিই মানা হয় না। কীটনাশকের ক্ষেত্রে এই অনুপাতে ৪৯ শতাংশ জমিতে ১১টি নিরাপদ পদ্ধতির একটিও অনুসরণ করা হচ্ছে না, যা কৃষক ও পরিবেশ—দুইয়ের জন্যই ঝুঁকিপূর্ণ।

সেচ সুবিধা পায় না ১৮% জমি

জরিপে আরও বলা হয়, দেশের ১৮ শতাংশ জমিতে যথাযথ সেচসুবিধা নেই। ফলে উৎপাদনে ঘাটতি তৈরি হওয়ার ঝুঁকি থেকেই যাচ্ছে।

ভবিষ্যৎ পরিকল্পনায় সহায়ক হবে জরিপ

অনুষ্ঠানে প্রধান অতিথি আলেয়া আক্তার বলেন, ‘উৎপাদন বাড়ানোর নামে আমরা এত দিন সারের অতিরিক্ত ব্যবহার করেছি। এখন সময় এসেছে পরিবেশবান্ধব ও টেকসই ব্যবস্থাপনার দিকে মনোযোগী হওয়ার। ভবিষ্যতের জন্য জমির উর্বরতা রক্ষা করাটাও গুরুত্বপূর্ণ।’

কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটওয়ারী বলেন, ‘জরিপ আমাদের দিকনির্দেশনা দিচ্ছে—কোথায় গুরুত্ব দিতে হবে। সারের অপব্যবহার উদ্বেগজনক। আমরা একটি খামারি অ্যাপ চালু করেছি, যেখানে জমি অনুযায়ী ফসল ও সারের নির্দেশনা দেওয়া হয়। তবে এটি এখনো জনপ্রিয় করা যায়নি।’

অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ রানা চৌধুরী বলেন, ‘এ জরিপ ভবিষ্যৎ কৃষি নীতিমালার ভিত্তি তৈরি করবে। এত দিন কৃষিকে শুধু উৎপাদনমুখী হিসেবে দেখা হতো, এখন টেকসই দৃষ্টিভঙ্গির সুযোগ তৈরি হয়েছে।’

সভায় উন্মুক্ত আলোচনা সঞ্চালনা করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের যুগ্ম সচিব দীপংকর রায়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
টিভিতে আজকের খেলা (১ জুলাই, ২০২৫)
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহার বাড়ছে যুক্তরাষ্ট্র, থাইল্যান্ড, সিঙ্গাপুরে
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
দুর্ঘটনায় ছয় মাসে প্রাণ হারিয়েছে ৪২২ শ্রমিক
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
৪০ শতাংশ কৃষক পান না ন্যায্য মজুরি: জরিপ
সর্বাধিক পঠিত
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
তিন বিমানবন্দরে ১৬ বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হচ্ছে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
সঞ্চয়পত্রে কমলো মুনাফার হার, কার্যকর ১ জুলাই থেকে
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
রূপপুর প্রকল্পের ১৮ প্রকৌশলী অপসারণ: হাইকোর্টের রুল
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
ফেসবুকে পাল্টাপাল্টি স্ট্যাটাস উপদেষ্টা আসিফ ও সাংবাদিক জুলকারনাইনের
‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’
এনবিআর কর্মকর্তাদের উদ্দেশে অর্থ উপদেষ্টা          ‘ইউ আর পেইড বাই দ্য গভর্নমেন্ট’