শিল্প লবণ আমদানিতে শুল্কহার বৃদ্ধির প্রস্তাব

জাতীয় বাজেট ২০২০-২০২১দেশের প্রান্তিক পর্যায়ে লবণ চাষিদের সুরক্ষা ও খাবার লবণের সঙ্গে শিল্প লবণ মিশিয়ে বাজারজাতকরণ রোধে শিল্প লবণ (সোডিয়াম সালফেট/ডাইসোডিয়াম সালফেটের) আমদানিতে বিদ্যমান শুল্কহার বৃদ্ধির প্রস্তাব এসেছে ২০২০-২১ অর্থবছরের বাজেটে। বৃহস্পতিবার ১১ জুন) জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
অর্থমন্ত্রী বলেন, দীর্ঘদিন যাবত দেশে খাবার লবণ (সোডিয়াম ক্লোরাইড) আমদানি নিষিদ্ধ থাকলেও শিল্প লবণ (সোডিয়াম সালফেট/ডাইসোডিয়াম সালফেট) আমদানির সুযোগ রয়েছে। খাবার লবণের সঙ্গে শিল্প লবণের দামের তারতম্য অনেক বেশি হওয়ায় মিথ্যা ঘোষণার মাধ্যমে খাবার লবণ আমদানির প্রবণতা লক্ষ্য করা গেছে। তাছাড়া, খাবার লবণের সাথে শিল্প লবণ মিশিয়ে বাজারজাত করার অভিযোগও শোনা যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এতে দেশের প্রান্তিক পর্যায়ে লবণ চাষি ও লবণ মিল সমূহ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং জনস্বাস্থ্য ঝুঁকি তৈরি হচ্ছে। দেশে উৎপাদিত লবণের ন্যায্য মূল্য প্রাপ্তি নিশ্চিতকরণের মাধ্যমে লবণ চাষিদের প্রতিরক্ষণ এবং জনস্বাস্থ্য ঝুঁকি হ্রাসের লক্ষ্যে শিল্প লবণ (সোডিয়াম সালফেট/ডাইসোডিয়াম সালফেটের) আমদানিতে বিদ্যমান শুল্কহার বৃদ্ধির প্রস্তাব করছি।