রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা অব্যাহত থাকবে

রেমিট্যান্সচলমান অর্থবছরের প্রথম ১১ মাসে রেকর্ড ১৬৫৬ কোটি ডলার সমপরিমাণ অর্থ রেমিট্যান্স হিসাবে এসেছে বাংলাদেশে। এই প্রবাহকে উৎসাহিত করার জন্য সরকার ২ শতাংশ প্রণোদনা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের বাজেট পেশকালে অর্থমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, প্রবাসী আয় বৈধপথে প্রেরণের জন্য ২ শতাংশ হারে প্রণোদনা চালু আছে এবং এ কারণে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে বাংলাদেশে।
তবে প্রধান শ্রমবাজারগুলিতে করোনাভাইরাসের কারণে এবং বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য হ্রাসের কারণে আগামী অর্থবছরে প্রবাস আয়ে প্রবৃদ্ধি শ্লথ হতে পারে বলে আশঙ্কা করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, আগামী অর্থবছরেও এ খাতে ২ শতাংশ প্রণোদনা দেওয়া হবে।