ব্যাংকে ধনীদের জমানো টাকায় শুল্ক বাড়বে

বাজেট ২০২০-২১৫ কোটি টাকার বেশি ব্যাংক হিসাবে থাকলে বর্তমানে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক আরোপ হয়। এই অতিধনী শ্রেণির ওপর আবগারি শুল্কের পরিমাণ ৪০ হাজার টাকা করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব করেন। তিনি ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন।

উল্লেখ্য, বর্তমানে ব্যাংক হিসাবে এক লাখ টাকার কম থাকলে আবগারি শুল্ক দিতে হয় না। তবে ১০ লাখ টাকার বেশি কিন্তু ১ কোটি টাকার কম হলে ২ হাজার ৫০০ টাকা দিতে হয়। অর্থমন্ত্রী এক্ষেত্রে ৫০০ টাকা বাড়ানোর প্রস্তাব করেছেন। তিনি প্রস্তাব করেছেন ১০ লাখ টাকার বেশি কিন্তু ১ কোটি টাকার কম হলে তাকে ৩ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হবে। এছাড়া ১ কোটি টাকার বেশি কিন্তু ৫ কোটি টাকার কম থাকলে ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৫ হাজার টাকা করার প্রস্তাব করেছেন তিনি। ৫ কোটি টাকার বেশি থাকলে ২৫ হাজার টাকা আবগারি শুল্ক দিতে হয়। নতুন অর্থবছরে দিতে হবে ৪০ হাজার টাকা। আবগারি শুল্ক বছরে একবার দিতে হয়, ব্যাংক এই টাকা কেটে রেখে সরকারি কোষাগারে জমা দেয়।

উল্লেখ্য, আগের মতোই এক লাখ টাকার বেশি কিন্তু ৫ লাখ টাকার কম থাকলে ১৫০ টাকা; ৫ লাখ টাকার বেশি কিন্তু১০ লাখ টাকার কম হলে ৫০০ টাকা দিতে হবে আবগারি শুল্ক।