ভিয়েতনামের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৫ বছরের মধ্যে সর্বোচ্চ

ভিয়েতনামশক্তিশালী রফতানি বাণিজ্য, রেকর্ড পরিমাণ বৈদেশিক বিনিয়োগ ও অভ্যন্তরীণ ভোক্তা বাজারে তেজিভাবের কারণে ২০১৫ সালে ভিয়েতনামের অর্জিত অর্থনৈতিক প্রবৃদ্ধি বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ।
চলতি ২০১৫ সালে শেষ হওয়ার আগের দেশটির জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৮ শতাংশে। আশা করা হচ্ছে বছর শেষে, এ হার সরকার নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬ দশমিক ৬৮ শতাংশকে ছাড়িয়ে যাবে।
হ্যানয়ে জেনারেল স্ট্যাটিস্টিকস অফিসের পরিচালক নগুয়েন বিচ সাংবাদিকদের বলেন, বিশ্ব বাজার তেলের দাম হ্রাস পাওয়া ও অর্থবাজারে অস্থিতিশীলতার পরিপ্রেক্ষিতে ভিয়েতনামের অর্থনীতিতে আগামী বছরগুলোয় প্রবৃদ্ধি এই হার অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূত্র: বাসস।
/এসআই /এমএনএইচ/এফএইচ/