রিটার্ন জমা দেননি ৩৫ লাখ ৬৪ হাজার করদাতা

এনবিআরদেশের ১৮ কোটি মানুষের মধ্যে টিআইএনধারী করদাতা মাত্র ৫০ লাখ ৭২ হাজার ৫৬৭ জন। এর অর্ধেকেরও বেশি মানুষ রিটার্ন জমা দেন না। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য বলছে, ২৯ নভেম্বর পর্যন্ত ৩৫ লাখ ৬৪ হাজার ৩৬১ টিআইএনধারী করদাতা এখনও রিটার্ন জমা দেয়নি।
এনবিআরের হিসাবে, গত ২৯ নভেম্বর পর্যন্ত রিটার্ন দাখিল করেছে এমন করদাতার সংখ্যা ১৫ লাখ ৪ হাজার ২০৬। এই সংখ্যা অতি নগণ্য হলেও গত বছরের একই সময়ের চেয়ে এটি বেশি। গত বছরের ২৯ নভেম্বর পর্যন্ত ছিল রিটার্ন জমা পড়েছিল ১৪ লাখ ৬৫ হাজার ৪৭২টি।

এনবিআর তথ্য অনুযায়ী, গত ৩০ জুন পর্যন্ত টিআইএনধারী করদাতার সংখ্যা ৫০ লাখ ৭২ হাজার ৫৬৭ জন।

অবশ্য পরিসংখ্যান বলছে, গত বছরের তুলনায় করদাতার সংখ্যা কমলেও জমা দেওয়া করের পরিমাণ বেড়েছে। এই বছরের ২৯ নভেম্বর পর্যন্ত আয়কর থেকে ২ হাজার ৫৩৪ কোটি টাকা এনবিআর আদায় করলেও গত বছরের একই সময়ে আদায় হয়েছিল ২ হাজার ৭৭০ কোটি টাকা।

এনবিআর বলছে, গত তিন দিনে দুই লাখ করদাতা আয়কর রিটার্ন জমা দিয়েছে। অর্থাৎ গত ২৬ নভেম্বর পর্যন্ত দাখিলকৃত রিটার্নের সংখ্যা ছিল ১৩ লাখ ২০ হাজার ৮২৫টি। এদিকে গত বছরে রিটার্ন জমা দেওয়ার সময় একদিন বাড়ানো হলেও এ বছর করোনার কারণে এক মাস বাড়িয়েছে এনবিআর।