জার্মানির শরণার্থী ব্যয় ছাড়াবে ১৭ বিলিয়ন ইউরো

জার্মানিতে প্রবেশের পর এক শরণার্থী শিশুর আনন্দের বহিঃপ্রকাশনতুন বছরে শরণার্থী বাবদ জার্মান সরকারের ব্যয় ১৭ বিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে।
জার্মানির হামবুর্গ ভিত্তিক সংবাদ মাধ্যম ‘ডাই ভেল্ট’-এর বরাত দিয়ে ডয়েস ভেলে এ তথ্য জানিয়েছে।
ডাই ভেল্ট বলছে, ২০১৬ সালে শরণার্থী বাবদ ব্যয় ১৭ বিলিয়ন ইউরো বা ১৮ দশমিক ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে।
কেননা, সরকারি হিসাবে জার্মানিতে চলতি ২০১৫ সালে এ পর্যন্ত প্রবেশ করা শরণার্থীর সংখ্যা ধরা হয়েছে ৮ লাখ। তবে, বছর শেষে এ সংখ্যা হবে কমবেশি ১০ লাখ।
এদিকে, দেশটিতে আগত ৩ লাখ শরণার্থী শিশুর শিক্ষা নিশ্চিতে অতিরিক্ত ২৫ হাজার শিক্ষকের প্রয়োজন হবে।    

শিক্ষা ও বিজ্ঞান শিক্ষকদের জোট জিইডব্লিউ’র প্রধান মারলিস টেপে বলেন, “আমাদের হিসাবে প্রতি ১ লাখ নতুন শিক্ষার্থীর জন্য ৮ হাজার ২৫০ জন শিক্ষক প্রয়োজন।”

জার্মান সংবাদ সংস্থা ডিপিএ-কে দেওয়া এক বক্তব্যে মারলিস বলেন, “অভিবাসী শিশুদের সঙ্গে মিথষ্ক্রিয়ার বিষয়টি জানতে অভিজ্ঞ ও পুরোনো শিক্ষকদেরও সম্পূরক প্রশিক্ষণের দরকার হবে।”

/এফএইচ/