আবারও সয়াবিনের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব

বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ বরাবর পাঠানো এক চিঠিতে এই প্রস্তাব দিয়েছে সংগঠনটি। তবে এ বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেয়নি বাণিজ্য মন্ত্রণালয়।

এ প্রসঙ্গে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার্স অ্যাসোসিয়েশন বলেছে, বর্তমানে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি ও ডলারের বিপরীতে টাকার অস্বাভাবিক অবমূল্যায়নের পরিপ্রেক্ষিতে অ্যাসোসিয়েশনের সদস্যরা ভোজ্যতেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় বলছে, এ মুহূর্তে দাম বাড়ানো যৌক্তিক কিনা, তা পর্যবেক্ষণ করবে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন। তারা পর্যবেক্ষণ শেষে বাণিজ্য মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা। লিটারে ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব বাস্তবায়ন হলে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম দাঁড়াবে ১৯৩ টাকা। খোলা সয়াবিন তেলের লিটার বিক্রি হচ্ছে ১৫৮ টাকায়। ১৫ টাকা বাড়ানোর প্রস্তাব বাস্তবায়ন হলে প্রতি লিটার খোলা সয়াবিনের বিক্রি মূল্য হবে ১৭৩ টাকা।