পদত্যাগের গুজব ছড়ানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে: বিএসইসি মুখপাত্র

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল- ইসলামকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে জানিয়েছেন বিএসইসির মুখপাত্র রিজাউল করিম।

বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের গুজব ছড়িয়ে বাজারকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

রিজাউল করিম বলেন, পদত্যাগের খবরটি শতভাগ গুজব। ফেসবুকে যারা গুজব ছড়িয়েছে তাদের উদ্দেশ্য ভালো নয়।

গুজবের ব্যাপারে বিনিয়োগকারীদের সতর্ক থাকার পরামর্শ দিয়ে তিনি বলেন, যারা এই ধরনের অপপ্রচার ছড়াচ্ছে, তাদের চিহ্নিত করার উদ্যোগ নিয়েছে কমিশন। ইতোমধ্যে সংশ্লিষ্ট বিভাগ কাজ শুরু করেছে। একই সঙ্গে গুজব রটনাকারীদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে যথাযথ ব্যবস্থার উদ্যোগ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এর আগেও পুঁজিবাজারের সূচককে প্রভাবিত করার জন্য কিংবা দাম কমিয়ে শেয়ার ক্রয় করাসহ বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য গুজব রটানোর ঘটনা ঘটেছে।

এদিকে গুজবে কান না দিয়ে বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিএসইসি চেয়ারম্যান।