মান বিষয়ক সহায়তা চুক্তি করতে সৌদি আরব গেছেন শিল্পমন্ত্রী




শিল্পমন্ত্রী আমির হোসেন আমুপণ্যের মান বিষয়ক দ্বিপাক্ষিক কারিগরি সহায়তা চুক্তি করতে সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
সোমবার রাতে ফ্লাইট-ইউ ০৩৯ বিমানে তিনি সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
আগামী ১ মার্চ সৌদি আরব রাজধানী রিয়াদে বিএসটিআই এবং সৌদি আরবের জাতীয় মান সংস্থা সৌদি স্ট্যান্ডার্ডস, মেট্রোলজি অ্যান্ড কোয়ালিটি অর্গানাইজেশনেরর মধ্যে এ চুক্তি সই হবে।
বিএসটিআই’র মহাপরিচালক ইকরামুল হক মন্ত্রীর সফরসঙ্গী হয়েছেন।
সফরকালে শিল্পমন্ত্রী বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহায়তা জোরদারের বিষয়ে সৌদি বাণিজ্য ও শিল্পমন্ত্রীর সাথে বৈঠক করবেন।
এছাড়া বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী নেতাদের প্রতি আহ্বান জানাবেন জানাবেন শিল্পমন্ত্রী।
সফর শেষে আগামী ৫ মার্চ দেশে ফেরার কথা রয়েছে শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর।
/এসআই/এসএনএইচ