ব্যাংকে টাকা রাখার ক্ষেত্রে অনাস্থা তৈরি হওয়ার মতো কারণ নেই: গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার বলেছেন, ৫২ বছরের ইতিহাসে বাংলাদেশে কোনও ব্যাংক বন্ধ হয়নি। ভবিষ্যতেও কোনও ব্যাংক বন্ধ হবে না।

বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের কনফারেন্স হলে মুদ্রানীতি ঘোষণার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

ব্যাংকগুলোতে টাকা রাখার ক্ষেত্রে মানুষের অনাস্থা তৈরি হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অনাস্থা তৈরি হওয়ার মতো কোনও কারণ নেই। বাংলাদেশের ৫২ বছরের ইতিহাসে কোনও ব্যাংক বন্ধ হয়নি। ভবিষ্যতেও কোনও ব্যাংক বন্ধ হয়ে যাবে... এমন সম্ভাবনা নেই।

গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়ার পর দুর্বল ব্যাংক হিসেবে যাদের চিহ্নিত করা হয়েছিল বর্তমানে তাদের অবস্থা কী, জানতে চাইলে গভর্নর বলেন, যেসব ব্যাংক দুর্বল হিসেবে চিহ্নিত করা হয়েছিল, বিভিন্ন ব্যবস্থা নেওয়ার কারণে সেগুলো আর দুর্বলতার দিকে ফিরে যায়নি।

এর আগে, বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ প্রাধান্য দিয়ে ২০২৩-২০২৪ অর্থবছরের জানুয়ারি-জুন সময়ের জন্য মুদ্রানীতি ঘোষণা করা হয়।