X
বুধবার, ০৭ মে ২০২৫
২৩ বৈশাখ ১৪৩২

আকু পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ২৩:০৯আপডেট : ০৬ মে ২০২৫, ২৩:০৯

আন্তঃদেশীয় বাণিজ্য নিষ্পত্তি সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)–এর বকেয়া পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলারের ওপরে রয়েছে। আকুর মাধ্যমে মার্চ–এপ্রিল মাসের জন্য বাংলাদেশ ১৮৮ কোটি ডলার পরিশোধ করেছে।

মঙ্গলবার (৬ মে) দিনের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২ দশমিক ০৬ বিলিয়ন ডলার। আকু বিল পরিশোধের পর দিন শেষে তা কমে দাঁড়ায় ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, আকু একটি আঞ্চলিক অর্থ লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যার সদস্য দেশগুলোর মধ্যে প্রতি দুই মাস পর বাণিজ্যিক দেনা-পাওনার হিসাব চুকানো হয়। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইরান, মিয়ানমার ও মালদ্বীপ এর সদস্য। শ্রীলঙ্কা আগে সদস্য থাকলেও অর্থনৈতিক সংকটে পড়ে সংস্থা থেকে সরে যায়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এর আগে জানুয়ারি–ফেব্রুয়ারির জন্য ১৭৫ কোটি ডলার এবং নভেম্বর–ডিসেম্বর সময়ের জন্য ১৬৭ কোটি ডলার আকুতে পরিশোধ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘বিগত সরকারের সময় যেভাবে রিজার্ভ দ্রুত হারে কমছিল, এখন সেই প্রবণতা নেই। বরং সাম্প্রতিক সময়ে রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা এসেছে।’

২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এরপর ধীরে ধীরে কমে ২০২৩ সালের জুলাইয়ে তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়নে। তবে ২০২৫ সালের ৩০ এপ্রিল তা বেড়ে দাঁড়ায় ২২ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে হুন্ডি ও অর্থপাচারের প্রবণতা কমেছে। একইসঙ্গে প্রবাসী আয় ২৮ দশমিক ৩৪ শতাংশ ও রফতানি আয় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে, যা ডলার বাজারে চাপ কমিয়েছে।

তবে আকু বিল পরিশোধের পর চূড়ান্ত হিসাব এখনও নির্ধারিত হয়নি। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ‘চূড়ান্ত হিসাব বুধবার নির্ধারিত হবে। তখন প্রকৃত রিজার্ভ জানা যাবে।’

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
আইএমএফ-বাংলাদেশ ব্যাংকের বৈঠক শেষ, কিস্তি ছাড়ে কী সিদ্ধান্ত হলো?
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
বিদেশে পড়াশোনা ও চিকিৎসা খরচ পাঠানো সহজ হলো
সর্বশেষ খবর
৩ সমন্বয়ককে পিটিয়ে আহত করলেন ছাত্রদল নেতাকর্মীরা
৩ সমন্বয়ককে পিটিয়ে আহত করলেন ছাত্রদল নেতাকর্মীরা
মুম্বাইয়ের ছয় ম্যাচের জয়যাত্রা থামিয়ে গুজরাট শীর্ষে
মুম্বাইয়ের ছয় ম্যাচের জয়যাত্রা থামিয়ে গুজরাট শীর্ষে
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন
এনসিপির রাজনৈতিক লিয়াজোঁ কমিটি গঠন
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
গুলশানে ভাস্কর রাসাকে হেনস্তার অভিযোগ
সর্বাধিক পঠিত
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
প্রাথমিকে আরও একটি অধিদফতর হচ্ছে
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
ঈদুল আজহায় ছুটি ১০ দিন, দুই শনিবার খোলা থাকবে অফিস
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
৩০ পেরোনোর পর বলিরেখা আটকাতে এই ৫ টিপস মেনে চলা জরুরি
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
সরকারি চাকরিজীবীদের জন্য আসছে নতুন আইন
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ
শব্দচয়ন ‘অনাকাঙ্ক্ষিত’, হেফাজতের দুঃখপ্রকাশ