X
বুধবার, ০২ জুলাই ২০২৫
১৭ আষাঢ় ১৪৩২

আকু পরিশোধের পরও রিজার্ভ ২০ বিলিয়ন ডলারের ওপরে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মে ২০২৫, ২৩:০৯আপডেট : ০৬ মে ২০২৫, ২৩:০৯

আন্তঃদেশীয় বাণিজ্য নিষ্পত্তি সংস্থা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন (আকু)–এর বকেয়া পরিশোধের পরও বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০ বিলিয়ন মার্কিন ডলারের ওপরে রয়েছে। আকুর মাধ্যমে মার্চ–এপ্রিল মাসের জন্য বাংলাদেশ ১৮৮ কোটি ডলার পরিশোধ করেছে।

মঙ্গলবার (৬ মে) দিনের শুরুতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২২ দশমিক ০৬ বিলিয়ন ডলার। আকু বিল পরিশোধের পর দিন শেষে তা কমে দাঁড়ায় ২০ দশমিক ১৮ বিলিয়ন ডলারে। বাংলাদেশ ব্যাংকের সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, আকু একটি আঞ্চলিক অর্থ লেনদেন নিষ্পত্তি ব্যবস্থা, যার সদস্য দেশগুলোর মধ্যে প্রতি দুই মাস পর বাণিজ্যিক দেনা-পাওনার হিসাব চুকানো হয়। বর্তমানে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, ইরান, মিয়ানমার ও মালদ্বীপ এর সদস্য। শ্রীলঙ্কা আগে সদস্য থাকলেও অর্থনৈতিক সংকটে পড়ে সংস্থা থেকে সরে যায়।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, এর আগে জানুয়ারি–ফেব্রুয়ারির জন্য ১৭৫ কোটি ডলার এবং নভেম্বর–ডিসেম্বর সময়ের জন্য ১৬৭ কোটি ডলার আকুতে পরিশোধ করা হয়েছিল।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা বলেন, ‘বিগত সরকারের সময় যেভাবে রিজার্ভ দ্রুত হারে কমছিল, এখন সেই প্রবণতা নেই। বরং সাম্প্রতিক সময়ে রিজার্ভে কিছুটা স্থিতিশীলতা এসেছে।’

২০২১ সালের আগস্টে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বোচ্চ ৪৮ দশমিক ০৬ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। এরপর ধীরে ধীরে কমে ২০২৩ সালের জুলাইয়ে তা নেমে আসে ২০ দশমিক ৪৮ বিলিয়নে। তবে ২০২৫ সালের ৩০ এপ্রিল তা বেড়ে দাঁড়ায় ২২ বিলিয়ন ডলারের বেশি।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের ভাষ্য, সাম্প্রতিক সময়ে হুন্ডি ও অর্থপাচারের প্রবণতা কমেছে। একইসঙ্গে প্রবাসী আয় ২৮ দশমিক ৩৪ শতাংশ ও রফতানি আয় ৯ দশমিক ৮৩ শতাংশ বেড়েছে, যা ডলার বাজারে চাপ কমিয়েছে।

তবে আকু বিল পরিশোধের পর চূড়ান্ত হিসাব এখনও নির্ধারিত হয়নি। বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা জানান, ‘চূড়ান্ত হিসাব বুধবার নির্ধারিত হবে। তখন প্রকৃত রিজার্ভ জানা যাবে।’

/জিএম/আরআইজে/
সম্পর্কিত
অবশেষে রিজার্ভে আইএমএফের লক্ষ্য পূরণ হলো
বিদায়ী অর্থবছরে দেশে রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার
আরও ১১ ব্যাংকের সম্পদ যাচাই করবে কেন্দ্রীয় ব্যাংক
সর্বশেষ খবর
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
৯ কোটি টাকা অনুদান পাচ্ছে ৩২টি চলচ্চিত্র
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
মানুষের কাছে ভোট দেওয়ার মতো নির্ভরযোগ্য বিকল্প বিএনপি ছাড়া অন্যটি নেই: মান্না
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
রংপুর-৪ আসনে এনসিপির এমপি প্রার্থী হিসেবে আখতারের নাম ঘোষণা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সরকারবিরোধী বক্তব্য নয়, বিএনপির আলোচনা সভায় আত্মসমালোচনা
সর্বাধিক পঠিত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
বাংলাদেশ নিয়ে দিল্লিতে সংসদীয় প্যানেলের বৈঠকে যা আলোচনা হলো
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
যারা ফেসবুক লাল করেছিল, তাদের জীবন লাল করে দেবে আ.লীগ: পার্থ
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
বেসরকারি শিক্ষকদের জ্যেষ্ঠতা যোগদানের দিন থেকে শুরু করতে হাইকোর্টের রুল
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু
যশোরে নির্মাণাধীন ভবনের বারান্দা ভেঙে দুই প্রকৌশলীসহ ৩ জনের মৃত্যু