‘ওল্ড মিউচ্যুয়ালে’ ভর করে বেড়েছে লন্ডনের পুঁজিবাজার

লন্ডনের পুঁজিবাজারযুক্তরাজ্যের বিখ্যাত সেবা প্রতিষ্ঠান ‘ওল্ড মিউচ্যুয়াল’ কোম্পানির শেয়ার দর বাড়ায় সোমবার ঊর্ধ্বমুখী লন্ডনের পুঁজিবাজার।
এদিন লন্ডনের পুঁজিবাজারে এফটিএসই-১০০ সূচক ৭ দশমিক ৪ পয়েন্ট বা ০ দশমিক ১২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৬ হাজার ১৪৭ পয়েন্টে অবস্থান করছে।
মূলত গত শুক্রবার ‘ওল্ড মিউচ্যুয়াল’ কোম্পানিকে চারটি ইউনিটে বিভক্ত করার ঘোষণার পর থেকে বাড়তে থাকে এ কোম্পানির শেয়ার দর।
সোমবার এ কোম্পানির শেয়ার দর ২ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে লেনদেন শুরু হয়।
এছাড়া কার ইন্সুরেন্স প্রতিষ্ঠান এডিমিরাল কোম্পানির শেয়ার লেনদেন সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে।
মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী আজ ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ১৫ শতাংশ কমেছে এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দর স্থিতিশীল রয়েছে।
অন্যদিকে, লন্ডনের পুঁজিবাজারেরর অন্য সূচক এফটিএসই-২৫০ সূচক ৭৪ দশমিক ৭৭ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৬৭০ পয়েন্টে, আমস্টারডামের পুঁজিবাজারের এইএক্স সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৪৪৪ পয়েন্টে,  ব্রাসেলসের বেল-২০ ‍সূচক ১৩ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৩ হাজার ৪৩৮ পয়েন্ট, ফ্রাংকফ্রুটের ডিএএক্স সূচক ১৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ৯ হাজার ৯৮১ পয়েন্টে এবং প্যারিসের সিএসি-৪০ সূচক ১৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫০৯ পয়েন্টে অবস্থান করছে। অন্যদিকে,  মস্কোর এমআইসিইএক্স সূচক ৮ পয়েন্ট কমে ১ হাজার ৮৭৬ পয়েন্টে অবস্থান করছে।
/এসএনএইচ