রফতানি আয় বেড়েছে

শ্রমিক অসন্তোষে শিল্পখাতে উৎপাদন ব্যাহত হলেও বিদায়ী সেপ্টেম্বর মাসে বাংলাদেশের রফতানি আয় ৬ দশমিক ৭৮ শতাংশ বেড়েছে। রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের অসাইকুডা ওয়ার্ল্ড সফটওয়্যারে সরাসরি যুক্ত হওয়া রফতানি চালানের তথ্যের ভিত্তিতে সেপ্টেম্বরে বাংলাদেশ রফতানি থেকে আয় করেছে ৩৫১ কোটি ডলার। আগের বছরের একই মাসে যা ছিল ৩২৯ বিলিয়ন ডলার। এই হিসাবে তা বেড়েছে প্রায় ২২ কোটি ডলার।

বুধবার (৯ অক্টোবর) তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ইপিবির ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন। তিনি জানান ২০২৪-২৫ অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রবৃদ্ধি হয়েছে ৫ দশমিক শূন্য ৪ শতাংশ। এসময়ে দেশের রফতানি আয় ১ হাজার ১৩৭ কোটি ডলার হয়, ২০২৩-২৪ অর্থবছরের প্রথম প্রান্তিকে যা ছিল ১ হাজার ৮২ কোটি ডলার।