ভ্রমণ কোম্পানির দর পতনে নিম্নমুখী লন্ডন পুঁজিবাজার

মঙ্গলবার লন্ডনের পুঁজিবাজারের লেনদেনযুক্তরাজ্যে ভ্রমণ কোম্পানির শেয়ার দাম কমে যাওয়ায় মঙ্গলবার লন্ডনের পুঁজিবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে।
এদিন লন্ডনের পুঁজিবাজারে এফটিএসই-১০০ সূচক ৪৬ দশমিক ৯৩ পয়েন্ট বা ০ দশমিক ৮০ শতাংশ কমে ৬ হাজার ১৩৭ পয়েন্টে অবস্থান করছে।
মূলত ব্রাসেলস বিমানবন্দরে বোমা হামলার পর থেকে লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত বিমান ও ভ্রমণ বিষয়ক কোম্পানিগুলোর শেয়ারদরে ব্যাপক পতন প্রবণতা লক্ষ্য করা যায়।
মঙ্গলবার ব্রিটিশ এয়ার ওয়েজের আইএজি এয়ারলাইনস কোম্পানির শেয়ার দর ৩ দশমিক ৯০ শতাংশ এবং ইজিজেট কোম্পানির শেয়ার ৩ শতাংশ কমে যায়। এছাড়া বিশ্বের বড় হোটেল ব্যবসায়ী ইন্টারকন্টিনেন্টালের শেয়ার দর ২ দশমিক ৫০ শতাংশ কমে যায়।
আর ভ্রমণ কোম্পানিগুলোর মধ্যে টিইউআই’র শেয়ার দর ২ দশমিক ৮০ শতাংশ এবং থমাস কুক কোম্পানির শেয়ার ৫ শতাংশ দর হারায়।
এছাড়া বিটি গ্রুপ কোম্পানির শেয়ার ২ শতাংশ কমে যায়। মূলত টেলিকম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠান অফকন কোম্পানি কর্তৃপক্ষকে উচ্চ গতির ক্যাবল ইন্সটল ও সেবার দাম কমাতে বলায় কোম্পানিটির শেয়ার দর কমথে থাকে।
তবে আইজি গ্রুপের তৃতীয় প্রান্তকে মুনাফা ৩ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পাওয়ার খবরে কোম্পানির শেয়ার দাম ১৮ শতাংশ বৃদ্ধি পায়।
মুদ্রা বাজারের তথ্য অনুযায়ী আজ ডলারের বিপরীতে পাউন্ডের দাম ০ দশমিক ৫০ শতাংশ কমেছে এবং ইউরোর বিপরীতে পাউন্ডের দর ০ দশমিক ২০ শতাংশ কমেছে।
অন্যদিকে, লন্ডনের পুঁজিবাজারেরর অন্য সূচক এফটিএসই-২৫০ সূচক ৭ দশমিক ৪৮ পয়েন্ট বৃদ্ধি পেয়ে ১৬ হাজার ৮৭০ পয়েন্টে, আমস্টারডামের পুঁজিবাজারের এইএক্স সূচক ৩ পয়েন্ট কমে ৪৪১ পয়েন্টে, ব্রাসেলসের বেল-২০ ‍সূচক ৮ পয়েন্ট কমে ৩ হাজার ৪১০ পয়েন্ট, ফ্রাংকফ্রুটের ডিএএক্স সূচক ৪৮ পয়েন্ট কমে ৯ হাজার ৯০০ পয়েন্টে, মস্কোর এমআইসিইএক্স সূচক ৯ পয়েন্ট কমে ১ হাজার ৯০৪ পয়েন্টে এবং প্যারিসের সিএসি-৪০ সূচক ১৭ পয়েন্ট কমে ৪ হাজার ৪১০ পয়েন্টে অবস্থান করছে।
/এসএনএইচ/