সদ্য বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরের শেষ মাস জুনে রফতানি আয়ে ছন্দপতন ঘটেছে। তবে পুরো অর্থবছরে বাংলাদেশের পণ্য রফতানি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে প্রায় ৯ শতাংশে।
রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে (জুলাই ২০২৪–জুন ২০২৫) বাংলাদেশ মোট রফতানি করেছে ৪৮ বিলিয়ন মার্কিন ডলারের পণ্য, যা আগের অর্থবছর ২০২৩-২৪ এর ৪৪ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের তুলনায় ৮ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।
তবে জুন মাসে ঈদুল আজহার দীর্ঘ ছুটি এবং মাসের শেষ দিকে টানা দুদিন বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কারণে রফতানি প্রবাহে নেতিবাচক প্রভাব পড়ে। এতে মাসিক রফতানি আয় কমেছে ৬ শতাংশের বেশি।
এর আগে, এপ্রিল মাসে কিছুটা মন্দা দেখা দিলেও মে মাসে রফতানিতে ফের গতি ফিরে আসে। মে মাসে রফতানি আয় ছিল ৪ দশমিক ৭৪ বিলিয়ন মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৪৫ শতাংশ বেশি। এপ্রিল মাসে রফতানি আয় ছিল ৩ দশমিক ৯২ বিলিয়ন ডলার।
বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক চাহিদা ও উৎপাদন সক্ষমতার মিলেই অর্থবছর শেষে মোট রফতানিতে ইতিবাচক প্রবৃদ্ধি অর্জিত হয়েছে, যদিও মাসওয়ারি ভিত্তিতে কিছু অস্থিরতা লক্ষ্য করা গেছে।
বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ মুদ্রাস্ফীতি এবং আন্তর্জাতিক বাজারে মূল্য ওঠানামার মধ্যেও বাংলাদেশের রফতানি প্রবৃদ্ধিকে ইতিবাচক অর্জন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।