বিদেশি মালিকানাধীন বা নিয়ন্ত্রিত উৎপাদন ও সেবা খাতের প্রতিষ্ঠানের জন্য স্থানীয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে টাকায় ঋণ গ্রহণের সুযোগ আরও সহজ হলো। এইসব প্রতিষ্ঠানের জন্য ঋণ-ইকুইটি অনুপাত ৫০:৫০ থেকে বাড়িয়ে ৬০:৪০ নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার (২ জুলাই) জারি করা বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের এক সার্কুলারে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
সার্কুলারে বলা হয়, ‘Guidelines for Foreign Exchange Transactions-2018, Vol-1’ এর অধ্যায় ১৬-এর প্যারাগ্রাফ ৪(সি) অনুযায়ী, বাংলাদেশে উৎপাদন বা সেবা কার্যক্রমে কমপক্ষে তিন বছর ধরে সক্রিয় বিদেশি মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো স্থানীয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে মেয়াদি ঋণ নিতে পারে। এসব ঋণ সাধারণত উৎপাদন সক্ষমতা বৃদ্ধির (capacity expansion) বা বিএমআরই (BMRE - Balancing, Modernization, Rehabilitation and Expansion) প্রকল্পের জন্য নেওয়া হয়ে থাকে।
ঋণের ক্ষেত্রে শর্ত শিথিল
বিদ্যমান নীতিমালায় ঋণ নিতে হলে ওই প্রতিষ্ঠানের ইকুইটি ও ঋণের অনুপাত ৫০:৫০-এর বেশি হওয়া যেতো না। এখন নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই অনুপাত সর্বোচ্চ ৬০:৪০ পর্যন্ত হতে পারবে। অর্থাৎ, এখন থেকে বিদেশি মালিকানাধীন কোম্পানিগুলো তাদের মোট মূলধনের ৬০ শতাংশ পর্যন্ত ব্যাংক ঋণ নিতে পারবে, যা আগে ছিল ৫০ শতাংশ।
তবে, সার্কুলারে আরও বলা হয়েছে, ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোকে ঋণ প্রদানের ক্ষেত্রে বিদ্যমান সব ক্রেডিট নীতিমালা ও সতর্কতামূলক সীমাবদ্ধতা (যেমন সিঙ্গেল বোরোয়ার এক্সপোজার লিমিট) যথাযথভাবে অনুসরণ করতে হবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ঋণ-ইকুইটি অনুপাত সংক্রান্ত নতুন এই সিদ্ধান্ত ছাড়া এ বিষয়ে পূর্বে জারি করা অন্যান্য সব নির্দেশনা বহাল থাকবে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব ক্লায়েন্টদের অবহিত করার জন্য সকল অনুমোদিত ডিলার ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।
এ পদক্ষেপের ফলে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী বিদেশি কোম্পানিগুলোর জন্য অর্থায়ন পাওয়া সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। একইসঙ্গে, দেশীয় ব্যাংকগুলোর সঙ্গে বিদেশি কোম্পানির অংশীদারত্ব আরও বাড়বে এবং উৎপাদন খাতে সম্প্রসারণ ত্বরান্বিত হবে বলে ধারণা করা হচ্ছে।