পাঁচ দিন বন্ধ থাকবে এনসিসি ব্যাংক

বেসরকারি খাতের অন্যতম ব্যাংক ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংক আগামী ৮ জুলাই (মঙ্গলবার) রাত ৮টা থেকে ১৩ জুলাই (রবিবার) সকাল ৮টা পর্যন্ত মোট পাঁচ দিন সকল ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখবে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিদ্যমান কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস) উন্নয়ন কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে এনসিসি ব্যাংকের অনুরোধে এই সাময়িক বন্ধ অনুমোদন দেওয়া হয়েছে।

এই সময়ে এনসিসি ব্যাংকের শাখা, উপশাখা, এটিএম, ডেবিট কার্ড, বিএসিপিএস, বিএফটিএন, আরটিজিএস, এনপিএসবি, ইন্টারনেট ব্যাংকিং, সুইফটসহ সব ধরনের লেনদেন স্থগিত থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা অনুযায়ী এই অনুমোদন দেওয়া হয়েছে।

ব্যাংকটির পক্ষ থেকে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এ সময় প্রয়োজনীয় বিকল্প প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

গ্রাহকদের এই সময়ের মধ্যে জরুরি লেনদেন আগেই সম্পন্ন করার জন্য প্রস্তুতি নিতে অনুরোধ জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ।