আরেক দফা দাম কমলো ওয়ালটন এলইডি টিভির

ওয়ালটন এলইডি টিভিমডেল ভেদে আবারও এলইডি টিভির দাম কমালে ওয়ালটন। কারখানায় উচ্চমানের মেশিনারিজ সংযোজন এবং উৎপাদন বৃদ্ধি পাওয়ায় পণ্যে দাম কমেছে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। গত জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসেও এলইডি টিভির দাম কমিয়েছিল কোম্পানিটি।
ওয়ালটন কর্তৃপক্ষ জানিয়েছে, বাজারে কম দামে মানসম্পন্ন এলইডি টিভি দেয়ার উদ্দেশ্যে স্থানীয় পর্যায়ে উৎপাদন শুরু করে ওয়ালটন যা অনেকদূর এগিয়েছে।
গত ১৪ মার্চ থেকে হ্রাসকৃত মূল্যে বিক্রি হচ্ছে ওয়ালটন টিভি। মডেল ভেদে এলইডি টিভির দাম সর্বনিম্ন ২৫০ টাকা থেকে সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত দাম কমেছে।
বর্তমান ওয়ালটনের শোরুম থেকে ক্রেতারা ১৯ ইঞ্চি এলইডি টিভি ১১ হাজার ৯শ’ টাকায়, ২৪ ইঞ্চি ১৪ হাজার ৯শ’ টাকায়, ২৮ ইঞ্চি ১৯ হাজার ৯শ’ টাকায়, ৩২ ইঞ্চির দুটি মডেল যথাক্রমে ২৩ হাজার ৯শ’ ও ২৬ হাজার ৭শ’ টাকায় কিনতে পারবেন।
এছাড়া ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির এনড্রয়েড স্মার্ট টিভির দাম কমানো হয়েছে ২ হাজার থেকে ৩ হাজার টাকা পর্যন্ত।  আর এখন ৪৩ ও ৪৯ ইঞ্চির এনড্রয়েড স্মার্ট টিভির দাম  যথাক্রমে ৫২ হাজার ৯শ’ ও ৬৬ হাজার ৯শ’ টাকা।
অন্যদিকে, ৩ হাজার টাকা কমে ৫৫ ইঞ্চির এনড্রয়েড স্মার্ট টিভি এখন পাওয়া যাচ্ছে ৮১ হাজার ৯শ’ টাকায়।
ওয়ালটনের মার্কেটিং বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার বলেন, বাংলাদেশের বাজারে বিদেশি পণ্যের আধিপত্য কমাতেই তারা কম দামে উচ্চ  মানের পণ্য বাজারে আনছেন। তাই ওয়ালটন সর্বোচ্চ মান বজায় রেখে পণ্য উৎপাদন করছে।
/এসএনএইচ/