ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের সঙ্গে উত্তরা ব্যাংকের চুক্তি সই

ফার্স্ট সিকিউরিটি ও উত্তরা ব্যাংকের চুক্তি সইইতালী প্রবাসীদের অর্থ সহজে ও দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য উত্তরা ব্যাংকের সঙ্গে চুক্তি সই করেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
গত বৃহস্পতিবার (২৪ মার্চ) দুই ব্যাংকের প্রধানরা এ চুক্তিতে সই করেন।
নিজ নিজ ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী এবং উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শেখ আব্দুল আজিজ।
এ সময় উপস্থিত ছিলেন- উত্তরা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. রবিউল হাসান, জেনারেল ম্যানেজার ও আন্তর্জাতিক বিভাগের প্রধান খন্দকার আলী সামনুন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক  মো. মোস্তফা খায়ের, আন্তর্জাতিক বিভাগের প্রধান ফয়েজ আহমেদ, মার্কেটিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান আজম খান, আন্তর্জাতিক বিভাগের সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মোশাররফ হোসেন চৌধুরী ও রেমিটেন্স ইনচার্জ মো. ফরহাদ রেজাসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
/এসএনএইচ/