‘ভোজ্যতেল কোম্পানিগুলোকে নতুন সনদ নিতে হব’

ভোজ্যতেলভোজ্যতেলে ভিটামিন ‘এ’র প্রয়োজনীয় মিশ্রণের বাধ্যবাধকতা আরোপ হওয়ায় দেশের কোম্পানিগুলোকে নতুন করে মান সনদ নিতে হবে। ইতিমধ্যেই ৪১টি কোম্পানির পুরনো সনদ বাতিল করেছে পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
সম্প্রতি বিএসটিআই’র ওয়ান স্টপ সার্ভিস সেন্টার সূত্রে এ তথ্য জানা যায়।
জানা যায়, যেসব কোম্পানি শর্ত অনুযায়ী ভোজ্যতেলে বিটামিন ‘এ’ নিশ্চিত করছে সেসব কোম্পানিকে নতুন সনদ দেওয়া হচ্ছে। জনস্বাস্থ্য সুরক্ষায় ২০১৩ সালে ভোজ্যতেলে ভিটামিন ‘এ’র প্রয়োজনীয় মিশ্রণ বাধ্যতামূলক করে একটি আইন পাস করে সরকার।
বিএসইটিআই আগে কোম্পানিগুলোকে যে সনদ দিত তাতে ভিটামিন ‘এ’  মিশ্রণের কোনও শর্ত ছিল না। ফলে স্বাভাবিক নিয়মেই আগের লাইসেন্স বাতিল হয়েছে।
বিএসটিআই সূত্রে আরও জানা যায়, যেসব কোম্পানি নতুন সনদ নিবে না, লাইসেন্স বাতিল হওয়ায় কোম্পানিগুলো পরিশোধন কিংবা সরবরাহের যোগ্যতা হারিয়েছে।
/এসএনএইচ/