রাজস্ব আদায় সক্ষমতা বহুগুণ বাড়ানো হয়েছে: অর্থমন্ত্রী

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন অর্থমন্ত্রীবর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সাত বছরে দেশের রাজস্ব আদায় সক্ষমতা বহুগুণে বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। তিনি বলেন,  রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অবশ্যই উচ্চাভিলাষী। আমি নিজেও অনেকবার বলেছি রাজস্ব আদায় পরিকল্পনা উচ্চভিলাষী। শুক্রবার রাজধানীর ওসমানি মিলনায়তনে প্রস্তাবিত বাজেট নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, গত বছরের রাজস্ব আদায় বেশ কম ছিল। কিন্তু এর আগের বছর দুই ডিজিটের বেশি ছিল। গত সাত বছর ধরে এ মন্ত্রণালয়ে আছি। সাত বছরে রাজস্ব আদায়ের ক্ষমতা বহুগুণে বাড়ানো হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) কয়েক হাজার লোক নিয়োগ দেওয়া হয়েছে। তারা রাজস্ব আদায় বাড়াতে নতুন নতুন অফিস চালু করেছে। কর্মকর্তাদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
আবুল মাল আবদুল মুহিত এ সময় বলেন, রাজস্ব আদায়ে এনবিআরের আরও সক্ষমতা রয়েছে। এ জন্য বাজেটে চলতি বছরের চেয়ে অতিরিক্ত ৩০ শতাংশ কর আদায়ের প্রস্তাব করেছি। এ জন্য আমাদের কিছু কাজ করতে হবে। জুন থেকে সে কার্যক্রম শুরু হবে। আমি নিজেই এ কার্যক্রম শুরু করব। আশা করছি এটা সফল হব।

আরও পড়তে পারেন: প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনে ৮০ হাজার কোটি টাকার অতিরিক্ত বিনিয়োগ লাগবে: সিপিডি

 

/এসএনএইচ/এমএনএইচ/