টিসিবির জন্য সয়াবিন তেল ও ডাল কিনবে সরকার

সরকার ৮ হাজার টন মসুর ডাল ও এক কোটি ৬৫ লাখ লিটার সয়াবিন তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে। সয়াবিন তেল কেনার জন্য সরকারের ব্যয় হবে ২৭৭ কোটি ৭৫ হাজার টাকা আর মসুর ডাল কিনতে ব্যয় হবে ৭১ কোটি টাকা। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ-টিসিবির জন্য কেনা হবে এ দুটি পণ্য।

বুধবার (১৯ অক্টোবর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ দুটি ক্রয়প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ভার্চুয়ালি যুক্ত হয়ে এ বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব রাহাত আনোয়ার জানান, দেশীয় প্রতিষ্ঠান সিটি এডিবল অয়েল লিমিটেড ও মেঘনা এডিবল অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে এই তেল কেনা হবে। প্রতি লিটার সয়াবিন তেল ১৭১ দশমিক ৮৫ টাকা দরে কেনা হবে।

এ ছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৫৫ লাখ লিটার সয়াবিন তেল সুপার অয়েল রিফাইনারি লিমিটেডের কাছ থেকে কেনা হবে। প্রতি লিটারের দাম ধরা হয়েছে ১৫৯ দশমিক ৯৫ টাকা।

একইভাবে টিসিবি কর্তৃক স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ৮ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনা বাবদ সরকারের খরচ হবে ৭০ কোটি ৯৮ লাখ ৬৬ হাজার টাকা। প্রতি কেজি মসুর ডালের দাম ধরা হয়েছে ৮৮ দশমিক ৭৩ টাকা।