চীনে ২০২১ সালে ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা

২০২১ সালে ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। শুক্রবার (৫ মার্চ) বার্ষিক সংসদীয় বৈঠকে (পিপলস ন্যাশনাল কংগ্রেস) দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং এ ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

করোনা মহামারির কারণে ২০২০ সালে অর্থনৈতিক মন্দা তৈরি হয়েছিল চীনসহ গোটা পৃথিবীতেই। গত বছর জিডিপির কোনও লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করেনি চীন। দেশটি জানিয়েছিল, অর্থনীতিকে স্থিতিশীল করাই তাদের প্রথম এবং প্রধান লক্ষ্য। তবে গত বছর করোনা পরিস্থিতির মধ্যে পৃথিবীর অনেক দেশে জিডিপি শূন্যের নিচে নামলেও চীন জানিয়েছিল দুই দশমিক তিন শতাংশ জিডিপি প্রবৃদ্ধি হয়েছে তাদের।

আর শুক্রবার (৫ মার্চ) চীন জানিয়ে দিয়েছে, তাদের অর্থনীতি এখন স্থিতিশীল। এদিনই চীনে ন্যাশনাল পিপলস কংগ্রেস শুরু হয়েছে। সম্মেলনে চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং প্রথমে অর্থনীতি নিয়ে বলতে শুরু করেন। জিডিপির লক্ষ্যমাত্রা জানানোর পাশাপাশি তিনি গত বছরের হিসাব দিয়েছেন। কেকিয়াং জানান, ২০২১ সালে জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে ছয় শতাংশের বেশি।

চীনের অধিকাংশ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পিপলস কংগ্রেসে নেওয়া হবে। গুরুত্বপূর্ণ নেতা এবং প্রশাসনিক কর্মকর্তারা এই অধিবেশনে যোগ দিয়েছেন। দশ থেকে ১৪ দিন পর্যন্ত এই সম্মেলন চলার কথা।