অনুমোদন পেল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক, বাড়ছে ইসলামী ব্যাংকের সংখ্যা

বাংলাদেশ ব্যাংক

দীর্ঘদিন অপেক্ষায় থাকা বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের অবশেষে ফাড়া কাটলো। রবিবার( ৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের ৪০২ তম পর্ষদ সভায় ব্যাংকটির চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সভায় পিপলস ব্যাংক-এর বিষয়ে আলোচনা হলেও চূড়ান্ত অনুমোদন পায়নি ব্যাংকটি।

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি প্রাথমিক লাইসেন্স বা লেটার অব ইনটেন্ট (এলওআই) পাওয়া তিনটি নতুন ব্যাংকের অন্যতম ‘বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক লিমিটেড’। শিগগিরই ১৭ পরিচালক ও তিন স্বতন্ত্র পরিচালক নিয়ে যাত্রা শুরু করবে ব্যাংকটি। এর প্রধান উদ্যোক্তা হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের বোর্ড সভায় স্ট্যান্ডার্ড ব্যাংককে পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংকে রূপান্তর ও এনআরবি গ্লোবাল ব্যাংকের নাম পরিবর্তন করে গ্লোবাল ইসলামী ব্যাংক করার প্রস্তাব করা হয়। সার্বিক বিবেচনায় ব্যাংক দুটিকে ইসলামী ব্যাংকে রূপান্তরিত করার অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর মধ্য দিয়ে ইসলামী ব্যাংকের সংখ্যা দাঁড়ালো ১০টি। বর্তমানে বাংলাদেশে ৮টি পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে।