করপোরেট ট্যাক্স কমানোর প্রস্তাব

বাজেট ২০২০-২১করপোরেট করে কিছুটা পরিবর্তন আসছে। বর্তমানে শেয়ার বাজারে তালিকাভুক্ত নয় এমন কোম্পানির করহার ৩৫ শতাংশ। ২০২০-২১ অর্থবছরের বাজেটে এই স্তরের করহার আড়াই শতাংশ কমিয়ে সাড়ে ৩২ শতাংশ নির্ধারণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (১১ জুন) ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে উপস্থাপনকালে তিনি এই প্রস্তাব করেন। তিনি ২০২০-২১ অর্থবছরের জন্য ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা টাকার প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উত্থাপন করেন।
আয়ের প্রকৃতিভেদে করপোরেট করহারের স্তরও পাঁচটি। সর্বোচ্চ হার ৪৫ শতাংশ এবং সর্বনিম্ন ২৫ শতাংশ। আগামী বাজেটে শুধু একটি স্তরে করহার কমিয়ে অন্যসব ধাপে অপরিবর্তিত থাকছে।
এছাড়া গ্রিন বিল্ডিং সার্টিফিকেশন আছে, এরূপ তৈরি পোশাক প্রতিষ্ঠানে করহার ১০ শতাংশ এবং গ্রিন বিল্ডিং সার্টিফিকেট নেই এরূপ তৈরি পোশাক প্রতিষ্ঠানের কর হার ১২ শতাংশ। এই করহার সংক্রান্ত এসআরও-এর মেয়াদ আগামী ৩০ জুন শেষ। অর্থমন্ত্রী এই এসআরও-এর মেয়াদ আরও দুই বছর বাড়ানোর প্রস্তাব করেন।