বকেয়া ঋণের তথ্য পাঠানোর নিয়মে পরিবর্তন

ব্যাংকগুলোর বকেয়া ঋণের তথ্য কেন্দ্রীয় ব্যাংকে পাঠানোর নিয়ম সংশোধন করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার ( ২৭ অক্টোবর) বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। এতে বলা হয়, খাদ্যের বিশ্লেষণকে অধিকতর কার্যকর ও তথ্যবহুল করার লক্ষ্যে বকেয়া ঋণ সংক্রান্ত ত্রৈমাসিক বিবরণী ছক ও ফর্মুলা সংশোধন করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় আরও  উল্লেখ করা হয়, বিদ্যমান ছকে প্রদত্ত ৮ খাতের মধ্যে শিল্প খাতের অন্তর্ভুক্ত অ্যাগ্রোবেইজড উপখাতের পর অন্যান্য উপখাতের পূর্বে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি এবং চামড়া ও চামড়াজাত উপখাত সন্নিবেশ করে  খাতভিত্তিক ঋণ ও অগ্রিম সংক্রান্ত বিবরণ বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন বিভাগে পাঠাতে হবে।