সেরা করদাতার সম্মাননা পেলেন মহিউদ্দিন মোনেম

আব্দুল মোনেম গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সার্ভিস ইঞ্জিন লিমিটেডের চেয়ারম্যান এ এস এম মহিউদ্দিন মোনেম সেরা করদাতার সম্মাননা পেয়েছেন। তিনি  ২০২০-২০২১ কর বছরের জন্য কর অঞ্চল কুমিল্লার অধীনে সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী হিসেবে এই সম্মাননা গ্রহণ করেন।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারের এ ধরনের পদক্ষেপকে তিনি আন্তরিকভাবে সাধুবাদ জানান এবং প্রাতিষ্ঠানিক ও ব্যক্তি পর্যায়ে এ ধরনের পদক্ষেপ আয়কর প্রদানকে আরও উৎসাহিত করবে বলে তিনি মনে করেন।

এ এস এম মহিউদ্দিন মোনেম বাংলাদেশ চেক রিপাবলিক এর অনারারি কনস্যুলেট, তথ্য প্রযুক্তি রফতানিতে স্বর্ণপদক প্রাপ্ত, একাধিকবার রাষ্ট্রপতি পদকে এবং প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প পুরস্কার ২০২০’ এ ভূষিত হয়েছেন।

উল্লেখ্য, মহিউদ্দিন মোনেম বিশিষ্ট শিল্পপতি প্রয়াত আব্দুল মোনেমের ছোট ছেলে।