যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় ব্যবসায় দীর্ঘমেয়াদে আশঙ্কা দেখছে সিপিডি

মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্র যেভাবে নিষেধাজ্ঞা দিচ্ছে, এ নিয়ে জটিলতা দেখা দিলে ব্যবসায় দীর্ঘমেয়াদে আশঙ্কা তৈরি হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

বুধবার (২৬ জানুয়ারি) ‘বাংলাদেশে ব্যবসায় পরিবেশ ২০২১ উদ্যোক্তা মতামত জরিপ’-এর বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

সিপিডির জরিপ: ব্যবসায় প্রথম বাধা দুর্নীতি

সিপিডি বলেছে, করোনার পর অর্থনৈতিক পুনরুদ্ধার হচ্ছে এটা ঠিক, কিন্তু সেটা অন্তর্ভুক্তিমূলক হচ্ছে না। এক ধরনের বৈষম্যমূলক পুনরুদ্ধার হচ্ছে। বিষয়টি সরকারের নীতিকাঠামোতে নিয়ে চিন্তা করতে হবে।