জেট ফুয়েলের দাম বাড়লো আবারও

উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম বেড়েছে। আন্তর্জাতিক ফ্লাইটে ফেব্রুয়ারি থেকে প্রতি লিটার জেট ফুয়েলের দাম নির্ধারণ করা হয়েছে ৭৫ সেন্ট বা ৬৪ টাকা। জানুয়ারিতে যা ছিল ৫৭ টাকা। গত বছরের ফেব্রুয়ারিতে ছিল ৫০ সেন্ট বা ৪২ টাকা।

অন্যদিকে, অভ্যন্তরীণ এয়ারলাইনগুলোর জন্য এক বছরে প্রতি লিটারে দাম বেড়েছে ২৫ টাকা। গত বছর এই সময়ে (ফেব্রুয়ারি) প্রতি লিটার জেট ফুয়েলের দাম ছিল ৫৫ টাকা। এখন বেড়ে হয়েছে ৮০ টাকা।

পদ্মা অয়েল জানিয়েছে, ২০২১ সালের মার্চে অভ্যন্তরীণ এয়ারলাইনগুলোর জন্য জেট ফুয়েলের দাম ছিল ৬০ টাকা, এপ্রিলে হয় ৬১ টাকা। ৬৩ টাকা দাম হয় জুনে। এরপর জুলাইতে ৬৬, আগস্টে ৬৭, অক্টোবরে ৭০ ও নভেম্বরে ৭৭ টাকায় জেট ফুয়েল কিনেছে এয়ারলাইনগুলো।