সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান ভালো: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, ‘সয়াবিন তেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান ভালো। এই তেল উপকারী।’

বুধবার (১৮) সচিবালয়ে দ্রব্যমূল্য পর্যালোচনা-সংক্রান্ত টাস্কফোর্স কমিটির সভা শেষে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

বৈঠকে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ, জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মাঈনুল খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এসএইএম সফিকুজ্জামান, টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল আরিফুল হাসানসহ সরকারের বিভিন্ন দফতরের প্রতিনিধি, গোয়েন্দা সংস্থার প্রতিনিধি ও ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ সময় বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশে এখন ৫০-৬০ হাজার টন রাইস ব্র্যান উৎপাদন হয়। এটিকে ৭ লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব। সেটি করতে পারলে দেশে ভোজ্যতেলের মোট চাহিদার ২৪ শতাংশ পূরণ করা সম্ভব হবে।’

টিপু মুনশি বলেন, দেশে সাত লাখ টন রাইস ব্র্যান তেল উৎপাদন সম্ভব। তাই আমদানির ওপর নির্ভরশীল না থেকে সরকার রাইস ব্র্যান তেলের উৎপাদনে নজর দিচ্ছে।