পুঁজিবাজারের পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ বাড়লো ৫ বছর

২০১৩ সালে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের জন্য গঠিত ৯০০ কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের মেয়াদ ৫ বছর বাড়িয়ে ২০২৭ সাল পর্যন্ত করা হয়েছে। এছাড়া পুনঃঅর্থায়ন এই তহবিলের আকারও বাড়ানো হয়েছে।

সোমবার (২৩ মে) এই সিদ্ধান্ত জানিয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। চিঠিতে বলা হয়েছে, ৯০০ কোটি টাকা দিয়ে সৃষ্ট ‘পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা তহবিল' এর আদায়কৃত ১৫৩ কোটি টাকা আবর্তনশীল ভিত্তিতে পুনর্বিনিয়োগযোগ্য তহবিলের সঙ্গে যুক্তকরণ ও তহবিলের মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত নির্ধারণ করা হলো।

সরকারের নতুন সিদ্ধান্তের ফলে ক্ষতিগ্রস্ত তহবিলের আওতায় বিনিয়োগকারীদের ঋণ হিসেবে দেওয়া আদায় করা আরও ১৫৩ কোটি টাকা বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিলে যোগ হবে। এ নিয়ে এ তহবিলের আকার দাঁড়াবে এক হাজার ৯ কোটি টাকা। বাংলাদেশ ব্যাংক পরিচালিত এ তহবিল থেকে অর্থ ঋণ হিসেবে নিয়ে তা বিনিয়োগকারীদের দিয়ে থাকে রাষ্ট্রায়ত্ত বিনিয়োগ সংস্থা-আইসিবি।

চিঠিতে বলা হয়েছে, এ তহবিল থেকে নেওয়া সর্বশেষ ঋণ পরিশোধ করা যাবে ২০২৮ সালের মার্চ পর্যন্ত।

প্রসঙ্গত, ২০১৩ সালে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের

জন্য ৯০০ কোটি টাকার সহায়তা তহবিল গঠন করা হয়, যার মেয়াদ ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত ছিল। ২০১০ সালের ধসের পর পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের ক্ষতি পোষাতে এ তহবিল গঠন করেছিল সরকার।

এরপর ঋণ পরিশোধের মেয়াদ কয়েক দফায় বাড়ানো হয়। সবশেষ ২০১৯ সালে তিন বছরের জন্য মেয়াদ বাড়ানো হয়, যা ২০২২ সালে শেষ হওয়ার কথা ছিল।