ডিসেম্বর থেকে বর্ধিত হারে বেতন পাবেন শ্রমিকরা: বিজিএমইএ

তৈরি পোশাক শিল্পে যত প্রতিকূলতাই থাকুক না কেন, আগামী ডিসেম্বর থেকেই শ্রমিকরা বর্ধিত হারে বেতন পাবেন বলে জানিয়েছেন বিজিএমইএ’র সভাপতি ফারুক হাসান। মঙ্গলবার (৩১ অক্টোবর) রাজধানীর উত্তরায় বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ) কমপ্লেক্সে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফারুক হাসান বলেন, ‘মজুরি বোর্ড কাজ করছে।  নভেম্বরেই নতুন মজুরি কাঠামো ঘোষণা করা হবে। ডিসেম্বর মাস থেকে বর্ধিত হারে গার্মেন্টস শ্রমিকরা বেতন পাবেন। এখানে তিনটা পক্ষ। শ্রমিক, মালিক, আর সমন্বয় করছে সরকার। এখন শ্রমিকরা একটা বলেছে, আমরা একটা বলেছি।  এর পরিপ্রেক্ষিতে সরকার ন্যূনতম মজুরি যা নির্ধারণ করবে, আমরা তাই মেনে নেবো।’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘‘বহিরাগতদের উসকানিতে গার্মেন্টস কারখানা ভাঙচুর করা হচ্ছে। কাজ না করে নৈরাজ্য করা হলে, কারখানা চালু রাখার পরিবেশ না থাকলে ‘মজুরি ছাড়াই কাজ বন্ধ’ রাখা হবে।  শ্রম আইনের ১৩/১ ধারায় মালিক এটি করতে পারবেন।’’

তিনি বলেন, ‘আমাদের শ্রমিকরা ভাঙচুর করছে না। বহিরাগরা এসে ভাঙচুর চালাচ্ছে।  তবে এটা সত্য আমাদের কোনও কোনও শ্রমিকও থাকছে। এখন পরিস্থিতি যদি এমন হয়— নিয়ন্ত্রণ করা যাচ্ছে না,  বহিরাগতদের কারণে আমাদের শ্রমিকদের নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, তখন কেউ কেউ কারখানা বন্ধ করে দিচ্ছেন।’