জ্বালানি তেলের দাম কমতে পারে, আশা প্রতিমন্ত্রীর

প্রধানমন্ত্রীর অনুমতি পেলে জ্বালানি তেলের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে আগামী দুই-একদিনের মধ্যেই সমন্বয় করা হবে। এতে দাম কিছুটা কমতে পারে বলে আশা করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

রবিবার (৩ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘প্রস্তাবটি অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। অনুমতি পেলে আমরা আশা করছি দাম সাশ্রয়ী হবে। আন্তর্জাতিক দামের ফর্মুলায় ফেললে এটি ভালোভাবে বোঝা যাবে।’  

তিনি বলেন, ‘আমরা চাচ্ছি প্রতি মাসে  দাম সমন্বয় করা হোক। আশা করছি, এ মাসে যদি জ্বালানির দাম সমন্বয়ের কাজ শুরু করতে পারি, তাহলে জ্বালানি তেলের দামের ব্যাপারে কিছুটা সাশ্রয় হবে।’

সব ধরনের তেলের দাম কমবে কিনা, সাংবাদিকদের প্রশ্নে নসরুল হামিদ বলেন, ‘আমাদের মেইন টার্গেট হলো ডিজেল, যেটা বেশি ব্যবহার হয়। এটা সেচ, ট্রান্সপোর্ট, ট্রাক ও বাসে ব্যবহার হয়। পাবলিক যাতে সুবিধা ভোগ করতে পারে, সেটাই আমরা চাচ্ছি।’

জ্বালানি তেলের দাম কমলে গণপরিবহনসহ সব ধরনের পরিবহন ভাড়া কমবে বলে আশা প্রকাশ করেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, ‘যদি প্রতি মাসে সাশ্রয়ী দামে তেল দিতে পারি, তাহলে অবশ্যই ট্রান্সপোর্ট থেকে শুরু করে সব ক্ষেত্রে সাশ্রয় হওয়া উচিত।’