আসছে ঈদুল আজহা উপলক্ষে গত বছরের মতো এবারও শুরু হয়েছে মিরপুর ফার্নিচার ঈদ উৎসব। সোমবার (২০ মে) রাজধানীর শেওরাপাড়ার মেহফিল কনভেনশন হলে এ আয়োজনের উদ্বোধন করা হয়।
ফার্নিচার উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বেগম রোকেয়া সরণি ব্যবসায়িক সমবায় সমিতির সভাপতি, সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ জাহিদ, ড. কে এম আকতারুজ্জামান, সেলিম এইচ রহমান, মো. ইলিয়াস সরকার, এ করিম মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন। বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির মিরপুর অঞ্চলের সভাপতি শেখ আব্দুল আউয়াল এতে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে জানানো হয়, ঈদের আগের রাত পর্যন্ত আগারগাঁও থেকে মিরপুর ১০ নম্বর পর্যন্ত রাস্তার দুই পাশে সব ফার্নিচারের দোকানে চলবে এই মেলা। উৎসবে ১০০টিরও বেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে এবং নিজ নিজ শো-রুমে প্রডাক্ট ডিসপ্লে করবে।
মেলা খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। মেলা উপলক্ষে প্রতিটি ফার্নিচার শোরুমে রয়েছে বিশেষ ছাড়ের অফারসহ আকর্ষণীয় পুরস্কার। প্রতি ২০ হাজার টাকার কেনাকাটায় ক্রেতারা একটি করে স্ক্র্যাচ কার্ড পাবেন, যার মধ্যে রয়েছে অসংখ্য পুরস্কার।