ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে বাধ্যতামূলক ছুটি

ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে তিন মাসের বাধ্যতামূলক ছুটিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। পাশাপাশি তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হচ্ছে। সোমবার (৭ এপ্রিল) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

রবিবার (৬ এপ্রিল) ব্যাংকের পরিচালনা পর্ষদের ৩৫৯তম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) ওমর ফারুক খানকে ভারপ্রাপ্ত এমডির দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, বহুল আলোচিত চট্টগ্রামের ব্যবসায়ী ও ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রক হিসেবে পরিচিত এস আলম গ্রুপের বিতর্কিত ঋণ কার্যক্রমে মুনিরুল মওলার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এসব ঋণ অনিয়মের তদন্তে নিযুক্ত চারটি নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদনে প্রায় এক লাখ কোটি টাকার ঋণ জালিয়াতির তথ্য উঠে এসেছে। এতে মুনিরুল মওলার ভূমিকা স্পষ্ট হওয়ায় পর্ষদ তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়।

২০১৭ সাল থেকে ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল এস আলম গ্রুপ। তবে সম্প্রতি সরকার পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের হস্তক্ষেপে ব্যাংকটির পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। সাবেক ব্যাংকার ওবায়েদ উল্লাহ আল মাসুদকে চেয়ারম্যান করে গঠিত নতুন পর্ষদ, এস আলমের সংশ্লিষ্ট অনিয়ম খতিয়ে দেখতে নিরীক্ষা কার্যক্রম শুরু করে। সূত্র জানায়, বাংলাদেশ ব্যাংকের কাছে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারায় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে শিগগিরই চিঠি পাঠানো হবে। সাধারণত এ ধরনের বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক পদক্ষেপ নিলেও এবার ইসলামী ব্যাংক নিজেই উদ্যোগ নিয়ে এই অনুরোধ জানাচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, এস আলম গ্রুপের প্রধান পালিয়ে গেলেও ব্যাংকের এমডি বহাল ছিলেন, যা কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষের জন্ম দেয়। স্বচ্ছ নিরীক্ষা কার্যক্রমের স্বার্থে পর্ষদ এমডিকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বিশ্লেষকদের মতে, দেশের ব্যাংকিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহি ফেরাতে এ সিদ্ধান্ত একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।