X
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
৮ জ্যৈষ্ঠ ১৪৩২

অবশেষে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ০০:০৫আপডেট : ২২ মে ২০২৫, ০০:০৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে পদ থেকে অপসারণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার এই সিদ্ধান্তে অনাপত্তি জানায়। তবে আনুষ্ঠানিকভাবে অপসারণের সিদ্ধান্ত কার্যকর হবে এক মাস পর। এই সময় পর্যন্ত তিনি এমডির সব সুবিধা ভোগ করবেন।

এর আগে, চলতি বছরের ৬ এপ্রিল মুনিরুল মওলাকে বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ব্যাংক সূত্রে জানা গেছে, মুনিরুল মওলার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। কমিশন এখন এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জানুয়ারি গোয়েন্দা সংস্থার সহায়তায় দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ এস আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। ওই সময় থেকেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের একাধিক প্রতিবেদনে দেখা গেছে, বিভিন্ন সময় নানা উপায়ে ব্যাংকটি থেকে প্রায় ৯১ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এসব ঋণ অনুমোদনের সময়ে মুনিরুল মওলা বেশিরভাগ সময়ই ব্যাংকের এমডি পদে ছিলেন। একই এলাকার বাসিন্দা হওয়ায় এস আলম গ্রুপের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা পরবর্তীতে এমডি নিয়োগে ভূমিকা রাখে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত ৫ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য এবং অনেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আত্মগোপনে চলে যান। সে সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম। যদিও মুনিরুল মওলা তখনও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন, তবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপে শেষ পর্যন্ত তাকেও ছুটিতে পাঠানো হয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
ইসলামী ব্যাংকের সাবেক ডিএমডি আকিজসহ ১৩ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইসলামি ব্যাংকগুলো একীভূত করার প্রস্তাব: সমাধান নাকি নতুন সংকট?
এবার নিলামে এস আলম গ্রুপের স্টিল মিল, বিদ্যুৎকেন্দ্র ও ভোজ্যতেল কারখানা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (২২ মে, ২০২৫)
টিভিতে আজকের খেলা (২২ মে, ২০২৫)
অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন বিএনপি নেতা শায়রুল কবির
অসুস্থ বাবার জন্য দোয়া চাইলেন বিএনপি নেতা শায়রুল কবির
শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হবে না: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
শিক্ষার্থীদের ‘অটোপাস’ দেওয়া হবে না: জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
ম্যানইউকে কাঁদিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহাম
ম্যানইউকে কাঁদিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন টটেনহাম
সর্বাধিক পঠিত
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
কক্সবাজারে ফায়ার সার্ভিসের কর্মীদের প্রশিক্ষণ দিলো মার্কিন সেনা-বিমান বাহিনী
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
ধানমন্ডি থানা থেকে ৩ জনকে ছাড়িয়ে নেওয়ার ঘটনায় হান্নান মাসউদকে শোকজ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতকে ঢাকা ফেরার নির্দেশ
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
পাসপোর্টের সেই বিতর্কিত তিন পরিচালকের ‘বিদায়ঘণ্টা’ বাজছে
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ
আন্দোলনে স্থবির রাজধানী, চারপাশে যান চলাচল বন্ধ