X
রবিবার, ০৬ জুলাই ২০২৫
২২ আষাঢ় ১৪৩২

অবশেষে ইসলামী ব্যাংকের এমডি মুনিরুল মওলাকে অপসারণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২৫, ০০:০৫আপডেট : ২২ মে ২০২৫, ০০:০৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুহাম্মদ মুনিরুল মওলাকে পদ থেকে অপসারণ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ। ব্যাংকিং খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক গত মঙ্গলবার এই সিদ্ধান্তে অনাপত্তি জানায়। তবে আনুষ্ঠানিকভাবে অপসারণের সিদ্ধান্ত কার্যকর হবে এক মাস পর। এই সময় পর্যন্ত তিনি এমডির সব সুবিধা ভোগ করবেন।

এর আগে, চলতি বছরের ৬ এপ্রিল মুনিরুল মওলাকে বাধ্যতামূলক তিন মাসের ছুটিতে পাঠায় ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ।

ব্যাংক সূত্রে জানা গেছে, মুনিরুল মওলার বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অনিয়ম ও জালিয়াতির অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট নথিপত্র দুর্নীতি দমন কমিশনে (দুদক) পাঠানো হয়েছে। কমিশন এখন এসব অভিযোগ যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জানুয়ারি গোয়েন্দা সংস্থার সহায়তায় দেশের অন্যতম ব্যবসায়ী গ্রুপ এস আলম ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ নেয়। ওই সময় থেকেই ব্যাংক থেকে বিপুল পরিমাণ অর্থ বেরিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। বাংলাদেশ ব্যাংকের একাধিক প্রতিবেদনে দেখা গেছে, বিভিন্ন সময় নানা উপায়ে ব্যাংকটি থেকে প্রায় ৯১ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। এসব ঋণ অনুমোদনের সময়ে মুনিরুল মওলা বেশিরভাগ সময়ই ব্যাংকের এমডি পদে ছিলেন। একই এলাকার বাসিন্দা হওয়ায় এস আলম গ্রুপের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা গড়ে ওঠে, যা পরবর্তীতে এমডি নিয়োগে ভূমিকা রাখে।

আওয়ামী লীগ সরকারের পতনের পর, গত ৫ আগস্ট ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য এবং অনেক উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) আত্মগোপনে চলে যান। সে সময় ব্যাংকের চেয়ারম্যান ছিলেন এস আলম গ্রুপের কর্ণধার মো. সাইফুল আলম মাসুদের ছেলে আহসানুল আলম। যদিও মুনিরুল মওলা তখনও দায়িত্ব পালন করে যাচ্ছিলেন, তবে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চাপে শেষ পর্যন্ত তাকেও ছুটিতে পাঠানো হয়।

/জিএম/এমএস/
সম্পর্কিত
এস আলমকে ভুয়া ঋণ: ইসলামী ব্যাংকের সাবেক ১০ কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইসলামী ব্যাংকের সাবেক এমডি মনিরুল মাওলা গ্রেফতার
পাবনায় ইসলামী ব্যাংকের এজেন্ট শাখায় দুর্ধর্ষ চুরি, ভল্ট ভেঙে টাকা লুট
সর্বশেষ খবর
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
ঋতুপর্ণা-আফঈদাদের পেশাদার মনোভাবে খুশি বাটলার
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
পুরান ঢাকায় তাজিয়া মিছিলে অনুরাগীদের ঢল
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
শ্রীলঙ্কাকে হারিয়ে ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
ইসরায়েল যুদ্ধের পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা
সর্বাধিক পঠিত
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
প্রাথমিকের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের প্রক্রিয়া শুরু
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সঞ্চয়পত্রের মুনাফায় হাত: চাপের মুখে প্রবীণ ও মধ্যবিত্তরা
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা মারা গেছেন
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
কনস্টেবলকে ‘স্যার’ ডেকে ধরা পড়লেন ভুয়া এসআই
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল
আসিফ নজরুলের বিরুদ্ধে প্রতীকী কফিন মিছিল